রবিবার, ২৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভর্তুকি নগদ দিন

নিজস্ব প্রতিবেদক

ভর্তুকি নগদ দিন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, টিসিবির পণ্যে ভর্তুকি না দিয়ে নগদ দিলে ভোক্তাদের উপকার হতো। তিনি গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। মান্না বলেন, দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ না করা গেলে আকাশে গিয়ে ঠেকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অনেক ইতিবাচক পথ আছে। সরকার সেগুলোর কোনোটাই করছে না। পত্র-পত্রিকায়ই দেখা যায়, টিসিবিতে যে পণ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো প্যাকেজ আকারে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকের ছয়টি পণ্যই লাগে না। টিসিবির পণ্য দিতে সরকার যে ভর্তুকি দিচ্ছে তা যদি নগদ দিয়ে দিত তাহলে ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারত। তিনি বলেন, নিত্যপণ্য ব্যবসায়ীদের সিন্ডিকেট আওয়ামী লীগ নেতারা নিয়ন্ত্রণ করেন। এই সিন্ডিকেট এখনই ভেঙে দিতে হবে। তা না হলে দেশে দুর্ভিক্ষ, গণবিক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেও উল্লেখ করেন তিনি। মান্না বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। অথচ স্বাধীনতা সংগ্রাম শুরুই হয়েছিল গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আজ আঁস্তাকুড়ে চলে গেছে। দেশ এখন জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, সবভাবেই নিন্দিত।

তিনি আরও বলেন, আমাদের জিডিপি বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু আমরা সমৃদ্ধ বলতে যা বুঝি তা বর্তমান অর্থনৈতিক ধারণা অনুযায়ী আগের মতো নেই। মাথাপিছু আয়ের সঙ্গে আরও অনেক সূচক আছে, যেগুলোর কোনোটাই ঊর্ধ্বমুখী তো নয়ই বরং সবই নিম্নমুখী। তিনি বলেন, দেশে এখন সীমাহীন বৈষম্য, দরিদ্র বেড়েছে, চাকরি নেই, দুঃশাসনের সাম্রাজ্য গড়া হয়েছে। মান্না বলেন, আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে। ৫৪ হাজার বর্গমাইলের ভিতর এখন ১৮ কোটি মানুষ বাস করে। অনাহারে মারা যাওয়ার ঘটনা খুব কম, এটা একেবারেই হচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর