বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিনয় মোহন ভারতের নতুন পররাষ্ট্র সচিব

নয়াদিল্লি প্রতিনিধি

বিনয় মোহন ভারতের নতুন পররাষ্ট্র সচিব

বিনয় মোহন কোয়াত্রা ভারতের নতুন পররাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন। আগামী ১ মে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি এখন নেপালে ভারতের রাষ্ট্রদূত পদে কর্মরত। পররাষ্ট্র সচিব পদে হর্ষবর্ধন শ্রিংলার মেয়াদ চলতি মাসে শেষ হবে। কোয়াত্রার জন্ম ১৯৬৫ সালে। তিনি ১৯৮৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফসি) কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি ওয়াশিংটন ও বেইজিংয়ে ভারতের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। ফরাসি, হিন্দি ও ইংরেজি ভাষায় পারদর্শী বিনয় মোহন কোয়াত্রা ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব ছিলেন। তারপর হয়েছিলেন ফ্রান্সে ভারতের দূত। ওই পদে ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। পরের মাসেই তাঁকে নেপালের রাষ্ট্রদূত করে পাঠানো হয়।  কোয়াত্রাকে এমন একটা সময় শ্রিংলার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে, যখন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে এবং মস্কো ও ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক পথে ভারসাম্য বজায় রেখে এগোতে হচ্ছে। সেইসঙ্গে লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাত, শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মতো বিষয়গুলো আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর