বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
ফাঁসির আসামি নিয়ে হাই কোর্টের রুল

চূড়ান্ত নিষ্পত্তির আগে কনডেম সেলে রাখা কেন অবৈধ নয়

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে কনডেম সেলে রাখা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে কনডেম সেলে আসামিদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, তা প্রতিবেদন আকারে আগামী ছয় মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। জেল কোডের ৯৮০ বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। ফাঁসির আসামিকে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর ১৮ জুন চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আবদুল বশির এবং কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম হাই কোর্টে রিট করেন। জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, আইজি প্রিজন্স, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারকে বিবাদী করা হয়।

সর্বশেষ খবর