শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কমছে গ্যাস সংকট ও ভোগান্তি

এসেছে এলএনজির কার্গো

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপের মধ্যে পাঁচটিই উৎপাদনে এসেছে। এরই মধ্যে এলএনজি ভর্তি কার্গো এসে ভিড়েছে মহেশখালীতে। গতকাল রাতে সেখান থেকে আরও ৪৫০ থেকে ৫০০ মিলিয়ন গ্যাস পাওয়ার কথা। আজ আরও একটি কার্গো আসার কথা রয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলা কর্তৃপক্ষ। এর ফলে গতকাল থেকে শুরু করে আজকের মধ্যে গ্যাসের ভোগান্তি কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিবিয়ানাতে ৪৫০ মিলিয়ন ঘনফুটের ঘাটতি সৃষ্টি হলেও এলএনজি দিয়ে সেই ঘাটতি মেটানো সম্ভব ছিল। কিন্তু পেট্রোবাংলার হাতে সেই পরিমাণ সরবরাহ না থাকায় সংকট সমাধানে কিছুই করা সম্ভব হয়নি। গ্যাস  সংকটের কারণে একদিকে যেমন আবাসিকের গ্রাহকরা দুর্ভোগে পড়েন তেমনি সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে গত দুই দিন গ্যাস পাননি সিএনজিচালিত গাড়ির চালকরা। ছোট শিল্প-কারখানাগুলোতে গ্যাসের অভাবে উৎপাদন প্রায় বন্ধ ছিল। গ্যাস সংকট কিছুটা কমে আসায় গতকাল আবাসিকে এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ অনেকটা স্বাভাবিক ছিল। গতকাল রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে আগের তিন দিনের মতো ভিড় দেখা যায়নি। গত তিন দিন গ্যাস নিতে সিএনজিচালকদের দুই-তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এদিকে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গতকাল রাজধানীর ভাটারা থানার দক্ষিণ কুড়িল, নতুনবাজার, বারিধারা, বাড্ডা, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুর, রায়েরবাজার, ধানমন্ডিসহ বেশ কিছু এলাকায় আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক ছিল আবাসিক গ্যাসের চাপ। প্রসঙ্গত. বিবিয়ানার একটি কূপ থেকে গত রবিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এর ফলে ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দিতে হয়। এর ফলে গত রবিবার রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। এরপর সোমবার একটি এবং মঙ্গলবার আরও তিনটি কূপ উৎপাদনে আসে। গতকাল উৎপাদনে এসেছে আরও একটি কূপ। বিবিয়ানায় মোট কূপের সংখ্যা ২২টি। এর মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, গতকাল সকাল ৭টায় মহেশখালীতে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেটের টার্মিনালে এসে পৌঁছেছে একটি এলএনজির কার্গো। গতকাল রাত ৯টা নাগাদ সেখান থেকে ৪৫০ থেকে ৫০০ মিলিয়ন গ্যাস গ্রিডে যুক্ত হওয়ার কথা। এ ছাড়া আরও একটি কার্গোর আজ সামিটের টার্মিনালে আসার কথা রয়েছে। সেটি হলে আজ রাত ৯টার পর থেকে গ্রিডে বেশি গ্যাস যুক্ত হবে।

সর্বশেষ খবর