রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শিক্ষা, শিক্ষাদান ও গবেষণা পদ্ধতি ঢেলে সাজাতে হবে

---- ড. এ কে আজাদ চৌধুরী

শিক্ষা, শিক্ষাদান ও গবেষণা পদ্ধতি ঢেলে সাজাতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান গবেষণা, গবেষণার ফান্ডিং, শিক্ষাদান পদ্ধতি, গবেষণা কালচার থেকে উত্তরণ ঘটাতে হবে। র‌্যাংকিংয়ে ভালো অবস্থানের জন্য শিক্ষা, গবেষণা ও শিক্ষাদান পদ্ধতি ঢেলে সাজাতে হবে। এ ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত ও পলিসি খুব গুরুত্বপূর্ণ। গতকাল এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ শিক্ষাবিদ বলেন, আমাদের অনেক শিক্ষক বিদেশে পিএইচডি বা অন্য কোনো ডিগ্রি নেওয়ার সময় যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করেন, এ দেশে ফিরে আসার পর তা করেন না বা করতে পারেন না। কোনো বিশ্ববিদ্যালয় অন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কলাবরেশন করলে সেটিও র‌্যাংকিংয়ে প্রভাব ফেলে। এটিও আমাদের দেশে প্রত্যাশিত পর্যায়ে নেই। বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে প্রোগ্রামও নেই, উদ্যোগও কম। এটি থাকলে শিক্ষায় কোয়ালিটিও বাড়ত, র‌্যাংকিংয়েও উন্নতি হতো।

ইউজিসির সাবেক এ চেয়ারম্যান বলেন, আমাদের শিক্ষকরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও যান। কিন্তু ফিরে আসার পর তারা সেই যোগাযোগ আর মেইনটেইন করেন না। এ দেশে ভালো পাবলিকেশনের জন্য রিওয়ার্ডের ব্যবস্থা নেই, প্রমোশনও এর ওপর নির্ভর করে না। অধিকাংশ বিশ্ববিদ্যালয় লোকাল জার্নালের পাবলিকেশন দেখেই প্রমোশন দিয়ে দেয়। এতে একদিকে কোয়ালিটিসম্পন্ন টিচার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে র‌্যাংকিংয়ে এটা কোনো প্রভাব ফেলতে পারছে না। ভালো মানের বিশ্ববিদ্যালয় থেকে যত সংখ্যক গ্র্যাজুয়েট বের হয়, চাকরির ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা যায় না।

 

সর্বশেষ খবর