মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

পরিবর্তন আনতে দলগুলোর মতামত নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

পরিবর্তন আনতে দলগুলোর মতামত নিতে হবে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নির্ধারণের দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের (ইসি)। নির্বাচনে পদ্ধতিগত কোনো পরিবর্তন আনতে ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতামত নেবেন এটাই স্বাভাবিক। গতকাল পার্টির বনানী কার্যালয় জাতীয় যুব মহিলা পার্টির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, নির্বাচন হবে ইভিএম-এ, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নিরক্ষরতার জন্য আমাদের দেশে এখনো প্রার্থীর নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়। এমন বাস্তবতায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ কতটা যৌক্তিক তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে।  যুব মহিলা পার্টির আহ্বায়ক নাজনীন সুলতানার সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দা জাকিয়া আফরোজ হিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা ও রেজাউল ইসলাম ভূঁইয়া।

উপদেষ্টা হলেন মাসরুর মওলা : পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলাকে চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিশেষ দূত হিসেবে মাসরুর মওলার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাও বহাল থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর