রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

পুরো রাজধানী আসবে সিসিটিভি ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদক

পুরো রাজধানী আসবে সিসিটিভি ক্যামেরায়

নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। নিরাপদ সড়কের জন্য আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো রাজধানীকে সিসি টিভির আওতায় আনা হবে। এতে ঢাকা সিটির ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সবার আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। যে যানবাহন চালায়, তাকে আরও বেশি মানবিক হতে হবে এবং ভূমিকা রাখতে হবে।

নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনায় নিজেকে সবসময় আগে দেখতে হবে, পরিবর্তন হতে হবে। মূল কাজটা আমাদেরই করতে হবে। তাই সবাই মিলে প্রচেষ্টা চালাতে হবে। তিনি নিরাপদ সড়ক চাইয়ের ১১১টি সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান।

সর্বশেষ খবর