মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

ফাঁকা ঘরে আত্মহত্যা দুই স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পরিবারের লোকজন গিয়েছিলেন বেড়াতে। ঘর ছিল ফাঁকা। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে সেই ফাঁকা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই স্কুলছাত্র। প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যার ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছে। রবিবার রাতে পৃথক ঘটনার একটি ঘটেছে বিয়ানীবাজারে, অন্যটি ওসমানীনগরে।

মারা যাওয়া স্কুলছাত্ররা হচ্ছে- বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের নোমান আহমদের ছেলে ও খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র আহমদ আল আবী (১৩) এবং ওসমানীনগর উপজেলার গয়নাঘাটের প্রদীপ দেবের ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র প্রান্ত দেব (১৭)।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার আহমদ আল আবীকে একা রেখে পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাত ১১টার দিকে ফিরে ঘরের প্রধান ফটক (কলাপসেবল গেট) বন্ধ পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে আবীর ঝুলন্ত লাশ পায়। তার রুম থেকে একটি ট্যাব উদ্ধার করেছে। পুলিশের ধারণা, আবী ‘ব্লু হোয়েল গেমে’ আসক্ত ছিল। ঝুলন্ত অবস্থায় তার পরনে ছিল তার বড় বোনের পোশাক। প্রাথমিক তদন্তে আবী আত্মহত্যা করেছে এমনটাই ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়।

এদিকে রবিবার একইভাবে ওসমানীনগরের গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের বাড়ির লোকজন বেড়াতে যান। ওই সময় ফাঁকা বাড়িতে একা থেকে যায় দশম শ্রেণিতে পড়ুয়া প্রান্ত দেব। সন্ধ্যায় ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ও ডাকাডাকিতে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে রান্নাঘরে প্রান্ত দেবের ঝুলন্ত লাশ পেয়ে উদ্ধার করে।

সর্বশেষ খবর