স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেছেন, ঢাকার আশুলিয়ায় বখাটে স্কুলছাত্রের প্রকাশ্য দিবালোকে পিটিয়ে শিক্ষককে হত্যা ও নড়াইলে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা বিবেকবান মানুষকে হতবাক করেছে। এ বর্বরতা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া উচিতও নয়। রাষ্ট্র এ দায় এড়াতে পারে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ শিক্ষক নেতা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার অভাব ও সামাজিক অবক্ষয়ের কারণেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নইলে সারা দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। সরকারকে এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, নড়াইলে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় তারই কলেজের ছাত্রদের দিয়ে জুতার মালা পরানোর ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ বলেই আমি মনে করি। আশুলিয়ার হাজী ইউনুস আলী কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার তাঁর বখে যাওয়া ছাত্রকে সুপথে ফিরিয়ে আনতে গিয়ে নিজের জীবন দিতে হলো। সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনার যথাযথ পদক্ষেপ না নিলে কঠিন মূল্য দিতে হতে পারে।