শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

অনেক উন্নত দেশেও লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

অনেক উন্নত দেশেও লোডশেডিং

সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নত দেশগুলোতে যেখানে কখনো বিদ্যুৎ যেত না; ৫০ বছরে কখনো বিদ্যুৎ যায়নি এমন দেশেও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনেক উন্নত দেশে লোডশেডিং হচ্ছে। গতকাল দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, সে হিসেবে আমাদের দেশের পরিস্থিতি আল্লাহর রহমতে এখনো ভালো। যদিওবা সরকারকে এই খাতে ৫০ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হচ্ছে। ফ্রান্সের মতো দেশেও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বলা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে এখন বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বলা হচ্ছে। আমরা একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশে প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজকে ১২-১৩ বছরের কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করেন হারিকেন কাকে বলা হয়? সে বলতে পারবে না। হারিকেন এখন আমাদের ড্রয়িংরুমে সাজিয়ে রাখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ হারিকেনের ব্যবহার নেই। আজ থেকে ১৩-১৪ বছর আগে হারিকেন জ্বালিয়ে অনেককে পড়তে হতো। তিনি বলেন, আমরা সরকার গঠন করার আগে বিদ্যুৎ সুবিধা পেত বাংলাদেশের ৪০ শতাংশের কম মানুষ। আজকে শতভাগ মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে গেছে। দোরগোড়ায় পৌঁছে গেলেও সেটা সাশ্রয়ীভাবে ব্যবহার করার আহ্বান কোনোভাবেই ভুল নয়। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন এবং কত টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে সেটাও জানিয়েছেন। শুধু বিদ্যুৎ আর জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হয়, তাহলে পরিস্থিতিটা আপনারা অনুধাবন করার চেষ্টা করুন। বিএনপি সরকারের আমলে প্রকাশিত বিভিন্ন পত্রিকার কাটিং দেখিয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ দিতে পারেনি তারা আজকে যেভাবে বড় গলায় কথা বলে, এটি তাদের মুখে মানায় না। আজকের পৃথিবীতে জ্বালানির সংকট তৈরি হয়েছে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সংকট তৈরি হয়েছে। উন্নত দেশগুলো সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। যারা সমালোচনা করছেন তাদের অনুরোধ জানাব পেছনে ফিরে তাকানোর জন্য। বিএনপিকে বলব, আপনারা কী করেছিলেন? মানুষ যখন বিদ্যুতের দাবি দিয়েছিল তখন গুলি করে মানুষকে হত্যা করেছিলেন। আর যারা বুদ্ধিজীবী হিসেবে নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করেন, কারণে-অকারণে সমালোচনা করেন, পদ্মা সেতু নিয়ে সমালোচনা করেছিলেন সেই সমালোচনা এখন আপনাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রেও অহেতুক সমালোচনা না করার অনুরোধ জানাব। বিদ্যুৎ-জ্বালানি খাতে যে সিস্টেম লস ছিল আগে, সেটাও একটা অপচয়। সেই অপচয়টা অনেক কমানো হয়েছে।

 

সর্বশেষ খবর