সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

টি-২০-কে বিদায় বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

টি-২০-কে বিদায় বললেন তামিম

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ জয় দিয়ে। টেস্ট ও টি-২০ সিরিজ হারলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল দারুণভাবে শেষ করেছেন সফর। তার নেতৃত্বে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। ৩ ম্যাচে একটি হাফসেঞ্চুরিসহ ১১৭ রান করে সিরিজ সেরা হয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। এমন উৎসবের দিনে, উচ্ছ্বাসের দিনে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম। পরশু রাতে খেলা শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে টি-২০ ক্রিকেট থেকে বিদায়ের কথা জানান। শর্টার ভার্সানের (২০ ওভারের ফরম্যাট) ক্রিকেটে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম, ‘আন্তর্জাতিক টি-২০-তে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’ জানুয়ারিতে বিপিএল চলাকালীন তিনি টি-২০ থেকে ৬ মাস বাইরে থাকার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণা শেষ হওয়ার আরও ১০দিন বাকি। কিন্তু তার আগেই ৭৮ ম্যাচে ১৭৫৮ রান করা তামিম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে তামিমের। টাইগার ওয়ানডে অধিনায়ক সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেন ২০২০ সালের ৯ মার্চ। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩ বলে ৪১ রান করেছিলেন। এর আগে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৬৫ ও ৩৯ রানের ইনিংস ছিল দুটি। তারপরও ২০ ওভারের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন। টি-২০ বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার পর বিসিবি সভাপতি তাকে অনুরোধ করেন টি-২০ ক্রিকেটে ফিরতে। কিন্তু ফিরেননি তামিম। ৩৩ বছর বয়সী তামিম এরপরই টি-২০ ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি নেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া আসরগুলোতে খেলবেন বলে জানা গেছে। ৭৮ টি-২০ ম্যাচের ৪টি আবার বিশ্ব একাদশের হয়ে। ২৪.০৮ গড়ে রান করেছেন ১৭৫৮। সেঞ্চুরি একটি, ওমানের বিপক্ষে এবং হাফসেঞ্চুরি ৭টি। ২২৮ ওয়ানডেতে ৩৬.৯৪ গড়ে রান করেছেন ৭৯৪৩। সেঞ্চুরি ১৪টি এবং হাফসেঞ্চুরি ৫৩। আর মাত্র ৫৭ রান করলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজারী ক্লাবে নাম লিখবেন তামিম। ৬৯ টেস্টে ৩৯.০৯ গড়ে তার রান ৫০৮২। সেঞ্চুরি ১০ এবং হাফসেঞ্চুরি ৩১টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর