সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

বন্ধ বন্দর শিগগিরই খোলা হবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বন্ধ বন্দর শিগগিরই খোলা হবে

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা স্থলবন্দরগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। কভিড পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে কিছু স্থলবন্দর বন্ধ আছে। গতকাল রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কভিড পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বেশ কিছু স্থলবন্দর বন্ধ আছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু বন্দর খুলে দেওয়া হয়েছে। ভারতীয় দিকের কিছু পুলিশি ও এজেন্সির সমস্যা থাকায় আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আশা করছি শিগগিরই পুনরায় স্থলবন্দরগুলো খুলে যাবে। ভারতীয় অংশের মহদীপুর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, গেদে, দর্শনা, বুড়িমারী ও চ্যাংড়াবান্ধার মতো সীমান্তগুলো খুলে দেওয়া হবে।’ এর আগে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ভারতীয় হাইকমিশনার দুই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বৈঠক করেন। পরে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের নৌপথটি সচল করে ভারত থেকে মালামাল রাজশাহী থেকে আরিচা হয়ে ঢাকায় নেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনা করেছি। রাজশাহী থেকে বাস সার্ভিস কলকাতা পর্যন্ত নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করেছি। রাজশাহী থেকে ট্রেন সার্ভিস কলকাতা পর্যন্ত আমাদের রোগীদের জন্য নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনি সবগুলোতে সম্মত হয়েছেন এবং তার সরকারকে অবহিত করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’ মেয়র বলেন, ‘রাজশাহী যেহেতু সীমান্ত এলাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া এসব এলাকায় যারা বসবাস করেন, তারা যাতে অপরাধমূলক কাজে জড়িত না হয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যান, মাদক বা অন্য কোনো কাজে লিপ্ত না থাকেন সে বিষয়েও কথা বলেছি।’ এ সময় রাজশাহীর ভারতীয় হাইকমিশন ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর