মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
চবিতে ছাত্রী হেনস্তা

চার ছাত্র বহিষ্কার শিক্ষককে সতর্কতা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্রী হেনস্তার আন্দোলনের জেরে নড়েচড়ে বসেছে চবি যৌন নিপীড়নবিরোধী সেল। সেলে থাকা তিনটি অভিযোগের একটিতে এক বছরের জন্য চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান সংবাদ সম্মেলনে জানান, যৌন নিপীড়নবিরোধী সেলের অভিযোগগুলো সুরাহা করা হয়েছে। ছাত্রী হেনস্তার আরেকটি ঘটনায় বন ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষককে সতর্ক করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরের ১৬ তারিখে সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় বহিষ্কৃত ৪ জনই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তারা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জান্নাতুল ইসলাম রুবেল, দর্শন বিভাগের ইমন আহম্মেদ ও রাকিব হাসান রাজু এবং আরবি বিভাগের জুনায়েদ আহমেদ।

সর্বশেষ খবর