শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

পবিত্র আশুরা ৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা ৯ আগস্ট

আগামীকাল ৩১ জুলাই রবিবার ১ মহররম। এই দিনই ইসলামী চান্দ্রবর্ষ ১৪৪৪ হিজরি বর্ষ শুরু। হিজরি সনের প্রথম মাস পবিত্র মহররম। ১০ মহররম পবিত্র আশুরা। বাংলাদেশে আশুরা আগামী ৯ আগস্ট মঙ্গলবার। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও মহররমের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। তাই আজ ৩০ জুলাই শনিবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ করে আগামীকাল ৩১ জুলাই রবিবার হিজরি সনের প্রথম মাস শুরু হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল আউয়াল হাওলাদার। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর