বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অর্থবছরের শুরুতেই বেড়েছে রপ্তানি আয়

জুলাইয়ে প্রবৃদ্ধি ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্সের পর এবার সুখবর দিল রপ্তানি খাত। চলতি অর্থবছরের প্রথম মাসে প্রায় ১৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এ অর্থবছরের জুলাই মাসে পণ্য খাতে মোট রপ্তানি আয় হয়েছে ৩৯৮ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫১ কোটি ডলার বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও সিইও এএইচএম আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অর্থবছরের শুরুতে রপ্তানি খাতের যে প্রবৃদ্ধি হয়েছে সেটি আশাব্যঞ্জক। তবে ইউক্রেন যুদ্ধের কারণে বছরের বাকি সময় প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

ইপিবির তথ্য অনুযায়ী গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাইয়ে রপ্তানি বাড়লেও আগের মাস জুনের তুলনায় রপ্তানি কমেছে প্রায় ৯৩ কোটি ডলার। গত অর্থবছরের শেষ মাস জুনে ৪৯১ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় হয়েছিল। ইপিবির কর্মকর্তারা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত দেশগুলোর অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে। জ্বালানি সংকট ও অতিরিক্ত মূল্যস্ফীতি ইউরোপ-আমেরিকার মতো দেশগুলোর মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। খাদ্যপণ্যে ব্যয় বাড়ার কারণে অনেকে পোশাকের মতো পণ্য কেনা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এটি তৈরি পোশাক নির্ভর বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ছাড়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে, সামনের দিনগুলোতে রপ্তানি আয় কমতে পারে বলেও আশঙ্কা করছেন ইপিবির কর্মকর্তারা।

পণ্যভিত্তিক রপ্তানি আয় বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাইয়ে নিট পোশাক খাতে ১৮৫ কোটি মার্কি ডলারের রপ্তানি আয় এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। ওভেন পোশাকে আয় হয়েছে ১৫১ কোটি ডলার, প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ। এ ছাড়া হোম টেক্সটাইল, কপারওয়্যার, স্পেশাল টেক্সটাইল, প্লাস্টিক, চামড়া, ক্যাপ, চিংড়ি মাছ, রাবার, তামাক, কাগজ ও কাগজপণ্য, পেট্রোলিয়াম বাই প্রোডাক্টস, কাঁচাপাট, প্রকৌশলী যন্ত্রাংশ, ইলেকট্রিক পণ্যে রপ্তানি বেড়েছে। অপরদিকে চা, শুকনা খাবার, গুঁড়া মসলা, শাকসবজি, ওষুধ, টেরিটাওয়েল, জুট ইয়ার্ন, চামড়াজাত পণ্য, বাইসাইকেল, সিরামিক পণ্য, ফলমূল হস্তশিল্প ও ফার্নিচার পণ্য রপ্তানি কমেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর