শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মঞ্চ প্রস্তুত, এশিয়া কাপের লড়াই শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখেছিল কুয়েত। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটির স্বপ্ন ভঙ্গ করে হংকং। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সবার শেষ দল হিসেবে এশিয়া কাপ চূড়ান্ত করে হংকং। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে হংকং খেলবে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ। তারই প্রস্তুতি হিসেবে এশিয়া কাপের ম্যাচগুলো হবে ২০ ওভারের। আগামীকাল দুবাইয়ে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫ নম্বর আসর। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। বাকি দুটি দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী হংকং। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। শারজাহতে সাকিব বাহিনীর প্রতিপক্ষ মোহাম্মদ নবীর আফগানিস্তান। ম্যাচে টস করার সঙ্গে সঙ্গে রেকর্ড বইয়ে নাম লিখবেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ রিয়াদ (১১৯) ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিব টি-২০ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার মাইলফলক গড়বেন। সাকিব বাহিনীর দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ ২৮ আগস্ট। ম্যাচটি আবার ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির জন্য বিশেষ কিছু। মাঠে নামলেই তিনি ১০০ ম্যাচ খেলার মাইলফলক গড়বেন। ভারতের হয়ে এখন পর্যন্ত শয়ের উপর টি-২০ ম্যাচ খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা ১৩২টি। আসরের ফাইনাল ১১ সেপ্টেম্বর দুবাইয়ে।

সর্বশেষ খবর