বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সিএনজির মূল্য নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে

--------- বদরুল ইমাম

নিজস্ব প্রতিবেদক

সিএনজির মূল্য নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, সরকারকে সিএনজির মূল্য নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে। এখন পর্যন্ত দেশের অন্যান্য জ্বালানির দাম বৃদ্ধি করা হলেও এ খাতটি এখনো ধরা হয়নি। আর জ্বালানিতে শুধু সিএনজির ওপর ভর করে থাকলে সংকট বাড়বে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে ডিজেলের চেয়ে সিএনজি ব্যবহার বেশি লাভজনক। আমাদের এখানে গ্যাসের যে অবস্থা তাতে ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহার এক ধরনের বিলাসিতা। এ জন্য ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহার নিরুৎসাহিত করা উচিত। কেবলমাত্র পাবলিক ট্রান্সপোর্টে সিএনজি ব্যবহার করতে দেওয়া উচিত। যারা গাড়ি চালায় তারা নিম্নবিত্ত নয়। এটা কেন করা হবে। তাদের পেট্রোল, অকটেনে চালাতে বলা প্রয়োজন। এতে গ্যাসের সাশ্রয় হবে। প্রাইভেট কারে সিএনজি বন্ধ করা হলে অনেক গ্যাস সাশ্রয় হবে। তিনি বলেন, শিল্পকারখানাগুলোও ব্যয় কমাতে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করছে। এতে শিল্প-কারখানায় সবাই সিএনজি ব্যবহার করে সেখানে গ্যাসের চাহিদা বৃদ্ধি পাবে। এক্ষেত্রেও গ্যাসের স্বল্পতা দেখা  দেবে।

সর্বশেষ খবর