রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভালো নেই কবি হেলাল হাফিজ

নিজস্ব প্রতিবেদক

ভালো নেই কবি হেলাল হাফিজ

ভালো নেই কবি হেলাল হাফিজ। বাংলা ভাষার জনপ্রিয় এই কবি গুরুতর অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কবি। দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজ। পাশাপাশি কিডনি, ডায়াবেটিস, স্নায়ু জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে মোবাইল ফোনে কবি বলেন, ‘গত জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলাম। সেখানে প্রায় দেড় মাস ছিলাম। সিএমএইচ থেকে শাহবাগের সুপার হোম হোটেলে (অস্থায়ী বাসস্থান) ফেরার চার-পাঁচ দিন পরই স্বাস্থ্যের মারাত্মক অবনতি হলো। বৃহস্পতিবার প্রায় মৃত্যুর মুখোমুখি চলে গিয়েছিলাম। হোটেলের দুজন বর্ডার ওই রাতে আমাকে বারডেমে ভর্তি করে দিয়ে গেছেন। আজ (শনিবার) ডাক্তার দেখে কয়েকটা টেস্ট করান। কালও (রবিবার) বোধহয় আরও কিছু টেস্ট হবে। এখন শরীর খুবই খারাপ। সবার কাছে দোয়া চাই।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর