শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আনুষ্ঠানিকতার ম্যাচেও জিতল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

আনুষ্ঠানিকতার ম্যাচেও জিতল শ্রীলঙ্কা

আগামীকাল এশিয়া কাপের ফাইনাল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালের আগে গতকাল দুবাইয়ে দুই দল মুখোমুখি হয়েছিল পরস্পরের বিপক্ষে। ফাইনালে উঠতে কোনো ধরনের প্রভাব ফেলেনি বলে ম্যাচটি রূপ নিয়েছিল আনুষ্ঠানিকতায়। সুপার ফোরের শেষ ম্যাচটিকে ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ও বলা হয়েছে। ড্রেস রিহার্সেল ম্যাচটি শ্রীলঙ্কা জিতেছে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটে। লঙ্কানদের জয়ের দুই নায়ক হাসারাঙা ও পিথুম নিশাঙ্কা ছিলেন তখন ক্রিজে। বোলিংয়ে হাসারাঙা ২১ রানে নেন ৩ উইকেট এবং ব্যাটিংয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন ওপেনার নিশাঙ্কা ৫৫ রানে। ৪৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। এ ছাড়া ভানুকা রাজাপাকশে ২৪, দানুস শানাকা ২১ রান করেন। আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার। দুই দল এর আগে এশিয়া কাপের ফাইনাল খেলেছে তিনবার। সর্বশেষটি ছিল ২০১৪ সালে মিরপুরে। টস হেরে ব্যাটিং করে পাকিস্তান। কিন্তু হাসারাঙার লেগ স্পিন, মাহিশ থিকশানা ও প্রমোদ মাদশানের সুইং ও গতির বিপক্ষে সাবলীল ব্যাটিং করতে পারেননি বাবর আজমরা। ১৯.১ ওভারে ১২১ রানে অলআউট হয়। এই রানটিই হতো না। যদি না শেষ দিকে মহম্মদ নাওয়াজ শেষ দিকে ১৮ বলে এক চার ও ২ ছক্কায় ২৬ রানের ঝড়ো ইনিংস না খেলতেন। নিয়ম রক্ষার এ ম্যাচে ছন্দে ফিরতে চেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর। ২৯ বলে ৩০ রানের একটি ইনিংস খেলেছেন পাক অধিনায়ক। কিন্তু সেটা তার ছন্দ ফেরানোর মতো নয়। আগে ৪ ম্যাচে সাকল্যে ৩৩ রান করা বাবরের ইনিংসে ছিল ২টি চার। ভারতের বিপক্ষে দুটি ম্যাচে ১০ ও ১৪, হংকংয়ের বিপক্ষে ৯ ও আফগানিস্তানের বিপক্ষে শূন্য রান করেন। আগামীকাল ফাইনালে পাকিস্তানকে জিততে হলে অবশ্যই বাবরকে জ্বলে উঠতে হবে। ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান ১৪, ফখর জামান ১৩ ও ইফতেখার আহমেদ ১৩ রান করেন। অথচ পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৯। ১০ ওভারে ২ উইকেটে ৬৬। পরের ১০ ওভারে সংগ্রহ ৫৫ রান। লঙ্কানদের পক্ষে হাসারাঙা নেন ২১ রানের খরচে ৩ উইকেট।

সর্বশেষ খবর