শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পানিবণ্টন ছাড়া আর অর্জন নেই

নিজস্ব প্রতিবেদক

পানিবণ্টন ছাড়া আর অর্জন নেই

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ বলে আওয়ামী লীগ মানে পুলিশ লীগ। পুলিশ ছাড়া আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, নাগরিক ঐক্য হয়তো ছোট দল। এই দলের সামনেও পুলিশ ছাড়া আওয়ামী লীগ টিকতে পারবে না। মান্না গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট ব্যক্তিবর্গের নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তিনি বক্তৃতার শুরুতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

মান্না বলেন, একটা দল, বিভিন্ন বিতর্ক থাকলেও বলা যায় যেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সবচেয়ে প্রবীণ দল, সেই দল আজ আদর্শিক এবং রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। মান্না বলেন, প্রধানমন্ত্রী ভারত গেলেন কেন? পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগিতা চাইতে? উনি যেসব চুক্তি করে এলেন, সেটা তো একজন সহকারী সচিবও করতে পারে। এসব করে লাভ হবে না। এই সরকার এখন বন্ধুহীন। এদেশের জনগণের কাছে তারা যেমন ঘৃণিত, তেমনি আন্তর্জাতিক ভাবেও তারা স্বীকৃত স্বৈরাচার, ভোট ডাকাত, মানবতাবিরোধী হিসেবে। গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা দল হিসেবে হয়তো ছোট, কিন্তু আমাদের দৃষ্টি অনেক বেশি প্রসারিত। সেই জায়গা থেকে বলেছি, এই সরকারের পতন অবশ্যম্ভাবী। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পরিচালনায় আরও বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান, যোগদানকারী আবদুর রউফ মান্নান, মো. নূর হোসেন এবং নুরুজ্জামান পাভেল প্রমুখ।

 

সর্বশেষ খবর