বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সাবিনারা ফিরছেন আজ

চ্যাম্পিয়নদের বরণ ছাদখোলা বাসে

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নদের বরণ ছাদখোলা বাসে

বিশ্বকাপ, ইউরো কাপ কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলগুলো নিজেদের দেশে ফিরলে এক অভূতপূর্ব দৃশ্যই দেখা যায়। ‘চ্যাম্পিয়ন’ লেখা ছাদখোলা গাড়িতে চেপে তারা শহরে ঘুরে বেড়ায়। ভক্তদের কাছাকাছি গিয়ে শিরোপার আনন্দ ভাগাভাগি করে নেয় চ্যাম্পিয়নরা। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা কখনো বার্সেলোনা কখনো রিয়াল মাদ্রিদ কিংবা অন্য ক্লাবগুলোর এমন ছবি নিয়ে নানা পোস্ট দেন। গল্পে মেতে উঠেন। নিজেদের ফুটবল নিয়ে এমন উৎসবে মেতে ওঠার সুযোগই তো ছিল না। সেই সুযোগ এনে দিলেন সাবিনা খাতুনরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় করেছেন তারা ফাইনালে নেপালকে হারিয়ে। আর প্রথম সুযোগেই ‘চ্যাম্পিয়ন’ লেখা ছাদখোলা বাসে চেপে ভক্তদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। কীভাবে বরণ করা হবে চ্যাম্পিয়ন মেয়েদের? এই প্রশ্ন সমাধান করতে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথ সভা করেছে। সেখানেই সিদ্ধান্ত হয় ছাদ খেলা বাসে করে বিমানবন্দর থেকে মেয়েদেরকে ঢাকার বিভিন্ন পথ ঘুরিয়ে বাফুফে ভবনে নেওয়া হবে। আজ দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা সাবিনাদের। বিমানবন্দরেই মেয়েদেরকে জানানো হবে ফুলেল শুভেচ্ছা। পাশাপাশি মিষ্টিমুখ করানো হবে তাদেরকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বাফুফের কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মেয়েদের জন্য অপেক্ষা করবেন বাফুফে ভবনেই। তিনি চ্যাম্পিয়নদের বরণ করবেন সেখানেই। বিমানবন্দরে অনুপস্থিতির ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘আমি চাই দিনটি হোক মেয়েদের। তাই আমি বিমানবন্দরে যাব না। বাফুফে ভবনে মেয়েদের রিসিভ করব। এখানেই ওদের সঙ্গে কথা বলব।’ মেয়েদেরকে বরণ করা নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বিমানবন্দরে আমরা খেলোয়াড়দের মিষ্টি মুখ করাব। সেখানে কিছু সময় থাকার পর নারী ফুটবলাররা ছাদ খোলা বাসে চড়বেন।’ কমলাপুরের বিআরটিসি বাস ডিপোতে মেয়েদের জন্য তৈরি হয়েছে বিশেষ বাসটি। সেখানে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং করা হয়েছে বাসটিকে। সোহাগ জানান, বাসটি বিমানবন্দর থেকে যাত্রা করলে একটি থিম সং বাজবে। গানটি তৈরি করেছে ক্রীড়া মন্ত্রণালয়।’ বাসটি মেয়েদের নিয়ে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর অফিস হয়ে বাফুফে ভবনে যাবে। সেখানে আরেকদফা বরণ করা হবে সাফজয়ী মেয়েদের। পরবর্তীতে বাফুফের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়েদেরকে সংবর্ধনা দেওয়া হবে বলে মিডিয়াকে জানান আবু নাঈম সোহাগ।

সাফজয়ী দলকে সংবর্ধনা দেবে বসুন্ধরা গ্রুপ

সর্বশেষ খবর