সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২৭ চেয়ারম্যান

৬১ জেলায় ১১৪ জনপ্রতিনিধি বিনা ভোটে

নিজস্ব প্রতিবেদক

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার ২৭ জেলায় ভোটের প্রয়োজন হচ্ছে না। এ নির্বাচনে ৬১ জেলার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ জেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এ ছাড়া সংরক্ষিত সদস্য ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯০ জন, সংরক্ষিত সদস্য পদে ৬২০ জন এবং সদস্য পদে ১ হাজার ৫০৫ জন প্রার্থী রয়েছেন। তিন পদে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২১৫ জন। এরমধ্যে ফেনীতে চেয়ারম্যানসহ তিন পদের সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১৯ জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। পরে ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে তিন জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়। ফলে আরও তিন জেলায় একক হয় আওয়ামী লীগের। আর গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেন দিনে আরও পাঁচ জেলায় চেয়ারম্যান পদে অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ২৭ জেলায় বিনা ভোটে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। ইসি জানিয়েছে, চেয়ারম্যান পদে মোট বৈধ প্রার্থী ছিলেন ১৪১ জন, সংরক্ষিত সদস্য পদে ছিলেন ৬৮১ জন এবং সদস্য পদে ছিলেন ১৭৯২ জন। গতকাল চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত পদে ৬৯ জন এবং ৩২৮ জন সদস্য পদের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য- বরিশাল : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের এ কে এম জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত আসনে আইরিন রেজা ও মুক্তি রানী দাস এবং সাধারণ সদস্য পদে অশোক কুমার হাওলাদার, এইচ এম হারুন অর রশিদ ও পিয়ারা বেগম নির্বাচিত হন।

রাজশাহী : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আক্তারুজ্জামান এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য আফজাল হোসেন।

খুলনা : নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশীদ, স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মোর্ত্তজা রশিদী দারা ও বিএমএ জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বগুড়া : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে আবু সাঈদ ফকির ও মনজু আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জামালপুর : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সদস্য পদে মেলান্দহ উপজেলায় মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নাজমা পারভিন।

ভোলা : চেয়ারম্যান পদে আবদুল মমিন টুলুসহ সাতজন সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আ্দুল মমিন টুলু, সদস্য পদে নজরুল ইসলাম গোলদার, খায়রুল হাসান খোকন, নুরুল আমিন নীরব, আনোয়ারুল ইসলাম রিপন, মো. হাসান, নুরুল ইসলাম ভিপি ও এ কে এম শাজাহান এবং সংরক্ষিত নারী আসনে খাদিজা আক্তার স্বপ্না, সাবিনা ইয়াসিন এবং কামরুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মাদারীপুর : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নওগাঁ : নওগাঁয় চেয়ারম?্যান পদে আওয়ামী লীগের অ?্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছন। মেহেরপুর : চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আবদুস সালাম এবং আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান হাজী গোলাম রসুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য সোহানা ইসলাম শান্তনা। নেত্রকোনা : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারী তিনজন প্রার্থীই রয়ে গেছেন। সাধারণ সদস্য পদে আপিল করে দুজনের প্রার্থিতা পেলেও একজন প্রত্যাহার করে নেওয়ায় ৩৫ জন রয়েছেন প্রতিদ্বন্দ্বী। এ ছাড়াও সংরক্ষিত সদস্য পদে দুজন প্রত্যাহার করায় ১২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর : দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এ ছাড়া অন্য তিন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় সালমা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ঝিনাইদহ : নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাস এবং সদর পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত সহ-সভাপতি ড. হারুন অর রশীদ। ফেনী : জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানসহ সব সদস্য প্রার্থী। চেয়ারম্যান আওয়ামী লীগের খায়রুল বাশার মজুমদার তপন, সাধারণ সদস্য সৈয়দ সাইফুল ইসলাম, কাজী ওমর ফারুক, আবু তালেব জেকব, নুরুল আফছার আপন, খায়েজ আহাম্মদ ও আবদুর রহিম মানিক এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে লায়লা জেসমিন বড়মনি ও শাহিদা আক্তার শেফালী। গাজীপুর : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মোতাহার হোসেন মোল্লা (আওয়ামী লীগ), এস এম মোকসেদ আলম ও মো. শামসুদ্দীন খন্দকার। এদিকে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দিনাজপুর : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তৈয়ব উদ্দীন চৌধুরী, জাতীয় পার্টির মো. দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সাধারণ সদস্য পদে মো. রকুনুজ্জামান ও আবদুর রহমান লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বাগেরহাট : জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুর রাজ্জাক ও মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ালিউজ্জামান। রাজবাড়ী : চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন- এ কে এম শফিকুল মোরশেদ (আওয়ামী লীগ), দীপক কুন্ডু ও ইমামুজ্জামান চৌধুরী। এ ছাড়া ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সফুরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজান।

জয়পুরহাট : চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের খাজা শামসুল আলম ও জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত। যশোর : চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সাইফুজ্জামান পিকুল ও বিএলডিপির মো. মারুফ হোসেন কাজল। গাইবান্ধা : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আবু বকর সিদ্দিক (আওয়ামী লীগ), আতাউর রহমান আতা (জাতীয় পার্টি) ও মো. শরিফুল ইসলাম (স্বতন্ত্র)। এদিকে ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এম এস রহমান (আওয়ামী লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান। অপরদিকে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) হয়েছেন নূরুল ইসলাম রানা। এ ছাড়াও প্রার্থী হয়েছেন- মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মির্জা হামিদুল ইসলাম। চুয়াডাঙ্গা : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন- দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ও ইসলামী আন্দোলনের নেতা মুফতি আবদুস সালাম। কুড়িগ্রাম : জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাফর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নোয়াখালী : নোয়াখালীতে আওয়ামী লীগের আবদুল ওয়াদুদ পিন্টু ও আলা বক্স টিটু জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারায়ণগঞ্জ : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানে পদে আওয়ামী লীগ প্রার্থী চন্দন শীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে মিয়া মো. আলাউদ্দিন ও মিয়া আনছার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কুমিল্লা : বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুর রহমান বাবলু ও সাধারণ সদস্য পদে নাসিম ইউসুফ রেইন, আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আবদুল কাইয়ুম চৌধুরী, হাবিবুর রহমান মজুমদার ও আবদুর রহিম এবং সংরক্ষিত ওয়ার্ডে তানজিনা আক্তার নির্বাচিত হয়েছেন। কক্সবাজার : চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী (আওয়ামী লীগ), কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আবছার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল ও মঙ্গল পার্টির জগদীশ বড়ুয়া পার্থ। এ ছাড়া সদস্য পদে মো. আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাঁদপুর : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ওচমান গনি পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রাধানিয়া প্রতিদ্বন্দিতা করবেন।

সর্বশেষ খবর