‘পারফরম্যান্স’ নয়, ‘ইমপ্যাক্ট’ ক্রিকেটার চাই। টাইগার ক্রিকেটারদের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব নেওয়ার পর শ্রীধরন শ্রীরাম এমন পরিকল্পনাই কষেছেন। সেই পরিকল্পনায় এশিয়া কাপে পুরোপুরি ব্যর্থ দল। যদিও শ্রীরামের টার্গেট অক্টোবর-নভেম্বরের টি-২০ বিশ্বকাপ। তার আগে অবশ্য পরিকল্পনা ঝালাই করে নেওয়ার সুযোগ পেয়েছেন টাইগাররা। সেই ধারাবাহিকতায় গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ রানের কষ্টের জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ। ২৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন সোহানরা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান। ম্যাচে উপরের সারির ব্যাটাররা ব্যর্থ হয়েছেন ফের। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দুর্দান্ত ব্যাটিং করেছেন তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। ক্যারিয়ারের ৫০ নম্বর ম্যাচ খেলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। ৭৭ রানের অপরাজিত ইনিংস এবং দুটি ক্যাচ নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দলের চরম বিপর্যয়ে ৫৩ বলের ইনিংসটি খেলেছেন ৭ চার ও ৩ ছক্কায়। ৭৭ রানে ৫ উইকেটের পতনের পর ষষ্ঠ উইকেট জুটিতে আফিফ ও অধিনায়ক সোহান ৯ ওভারে যোগ করেন ৮১ রান। সোহান ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৫ বলে ২ চার ও ২ ছক্কায়। বরাবরের মতো ওপেনিংয়ে জুটি গড়তে ব্যর্থ হয়েছেন ওপেনাররা। ১৫৯ রানের টার্গেটে আমিরাত ১৯.৪ ওভারে ১৫১ রানে অলআউট হয়েছে। স্বাগতিকদের গুটিয়ে দিতে বল হাতে সামনে গুটিয়ে দেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। দুজনেই ৩ উইকটে করে নেন। জিতলেও সোহান বাহিনী বাজে ফিল্ডিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি ক্যাচও মিস করেছেন।