বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
আঙ্কটাডের হুঁশিয়ারি

নীতিনির্ধারকরা ব্যর্থ হলে ভয়াবহ মন্দায় পড়বে বিশ্ব

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (আঙ্কটাড) হুঁশিয়ারি দিয়ে বলেছে, সুদূরপ্রসারী পরিকল্পনায় অর্থনীতিতে রাজস্ব ও আর্থিক নীতির দ্রুত পরিবর্তন না হলে বিশ্ব একটি বৈশ্বিক মন্দা   এবং দীর্ঘস্থায়ী স্থবিরতার  দিকে এগোবে। অর্থনৈতিক নীতিনির্ধারকরা যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যকার বিশ্বমন্দার চেয়েও ভয়ংকর পরিস্থিতি সামনে চলে আসবে।

সোমবার প্রকাশিত নতুন প্রতিবেদনে এ কথা বলা হলেও আশার বাণী শুনিয়েছেন সংস্থার প্রধান রেবেকা গ্রিনস্প্যান। তিনি বলেন, মন্দার কবল থেকে সরে আসার এখনো সময় আছে। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং নীতি-নির্ধারণে স্বচ্ছতা। এটা হলেই কেবল গতি-প্রকৃতি শুভ ফল দিতে পারে। আঙ্কটাড বলেছে, উৎপাদিত পণ্য সরবরাহে বিঘ্ন ঘটা, ভোক্তা এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং ইউক্রেন যুদ্ধজনিত পরিস্থিতি বিশ্বব্যাপী মন্থরতা ও মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে গোটাবিশ্ব আক্রান্ত হলে উন্নয়নশীল বিশ্বে তার প্রভাব পড়বে সবচেয়ে বেশি। যার মধ্যে অনেক দেশই ঋণখেলাপির নিকটে চলে যাবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের চাপ যখন তীব্র হয়, তখন দুর্যোগ মোকাবিলার জন্য আর্থিক সংকটও  বেড়ে যায়। আঙ্কটাডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হবে ২.৫% এবং সামনের বছর তা আরও কমে ২.২% হতে পারে। এমন মন্থরতা কভিড পূর্ববর্তী অবস্থারও নিচে নামাবে এবং উৎপাদন হ্রাস পাবে ১৭ ট্রিলিয়ন ডলারেরও অধিক। এ অবস্থা সত্ত্বেও শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ব্যাংকসমূহ সুদের হার বাড়াচ্ছে, প্রবৃদ্ধি হ্রাসের হুমকি দিচ্ছে, এভাবে অর্থ সংকটে পড়া জনজীবনকে আরও কঠিন পরিস্থিতিতে নিপতিত করা হচ্ছে।

সর্বশেষ খবর