বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অপরাধী চক্র দ্রুত গ্রেফতার করুন

নিজস্ব প্রতিবেদক

অপরাধী চক্র দ্রুত গ্রেফতার করুন

ইডেন কলেজের ‘নারী শিক্ষার্থীদের নৈতিক জীবনযাপন’ ধ্বংসের জন্য দায়ীদের দ্রুত গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত এবং শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি ২১ নারী অধিকার কর্মীর ইতিবাচক বিবৃতিকে সমর্থনও জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে রব আরও বলেন, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ইডেনের নারী শিক্ষার্থীদের যৌন নিপীড়ন ও যৌন দাসত্বে বাধ্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো তদন্ত, গ্রেফতার বা শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে নারীদের প্রতি ভয়াবহ নিষ্ঠুরতাকে সরকার সমর্থন দিয়ে যাচ্ছে। ছাত্রলীগ নেতাদের সিট বাণিজ্য, চাঁদাবাজি এবং শিক্ষার্থীদের ‘অনৈতিক কাজে বাধ্য করার’ সাক্ষ্য দিয়েছে সাধারণ ছাত্রীসহ ছাত্রলীগের নেত্রীরাই। তারাই এ ভয়াবহ অন্যায়ের সত্যতা নিশ্চিত করেছে। অথচ এই গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং কলেজ অধ্যক্ষকে অপসারণ করা উচিত ছিল।  তিনি বলেন, অপরাধ সংঘটনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের কর্তব্য। ভয়ংকর অন্যায় করার পরও ছাত্রলীগ ও কলেজ প্রশাসন তাদের কর্মকান্ডকে যুক্তিযুক্ত করে তোলার অপচেষ্টা করছে। এ ধরনের নৈতিক অধঃপতন কোনো পরিসংখ্যান দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ পরিস্থিতির উত্তরণে কয়েকটি প্রস্তাবনা দেন আ স ম রব। সেগুলো হচ্ছে- ১. বিচার বিভাগীয় ‘তদন্ত কমিশন’ গঠন এবং শ্বেতপত্র প্রকাশ করা। ২. ইডেনে সংঘটিত নিকৃষ্টতর অন্যায়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। ৩. ইডেন কলেজের অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ করে কৃত অপরাধের জন্য বিচারের আওতায় আনা। ৪. ইডেনের অধ্যক্ষ কর্তৃক ভয়াবহ অন্যায়কে আড়াল করার ‘পক্ষপাতদুষ্ট’ তদন্ত বাতিল করা।

সর্বশেষ খবর