শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাবেক পুলিশ যখন ভয়ংকর খুনি

থাইল্যান্ডে গুলি চালিয়ে ২৩ শিশুসহ ৩৫ জনকে হত্যা

প্রতিদিন ডেস্ক

সাবেক পুলিশ যখন ভয়ংকর খুনি

থাইল্যান্ডে বরখাস্ত হওয়া এক পুলিশ কর্মকর্তা সেখানকার এক চাইল্ড কেয়ার সেন্টারে ঢুকে পড়ে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৫ জনকে হত্যা করেছেন। নিহতদের মধ্যে ২৩ শিশুও রয়েছে।

এই হামলার আগে তিনি তার সন্তান ও স্ত্রীকেও হত্যা করেন। পরে হামলাকারী আত্মহত্যা করেন বলে স্থানীয় খবরে বলা হয়। সূত্র : রয়টার্স, আলজাজিরা, পার্স টুডে। খবরে বলা হয়, গতকাল দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের উথাইসাওয়ান না ক্লাং জেলায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা। থাই গণমাধ্যম জানিয়েছে, গণহারে গুলি চালিয়ে এবং ছুরিকাঘাতে বিপুল সংখ্যক মানুষ হত্যা করেন হামলাকারী। তিনি শিশুদের ওপর ছুরি নিয়ে হামলা চালান। এরপর তিনি পালিয়ে যান। এর আগে তিনি তার বাড়িতে সন্তান ও স্ত্রীকে হত্যা করেন। পরে অনলাইন পোর্টালে বলা হয়, ওই হামলাকারী আত্মহত্যা করেছেন। গতকালের হামলার ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পান্যা খামরাব নামের ওই পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি মাদক সংক্রান্ত ঘটনায় চাকরি থেকে বহিষ্কার করা হয়। তবে তিনি কেন এ হামলা চালিয়েছেন- তা তাৎক্ষণিকভাবে ধারণা পাওয়া যায়নি। এদিকে থাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, থাইল্যান্ডে এভাবে গুলিবর্ষণের মাধ্যমে হত্যাকান্ডের ঘটনা তুলনামূলক কম। তবে ২০২০ সালে এ ধরনের একটি ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিলেন।

সর্বশেষ খবর