মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জাজনক

কূটনৈতিক প্রতিবেদক

সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জাজনক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। কারণ তারা যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্র যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে না পারে, তবে এটি লজ্জাজনক। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার পরিস্থিতি ও ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন পরপর বাংলাদেশ-ভারত সীমান্তে লোক মারা যায়। যদিও সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে, আমরা একটি লাশও সীমান্তে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে থাকে। মিয়ানমার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমাগতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে মিয়ানমার। কিন্তু এরপরও দেশটিতে বিনিয়োগ করে যাচ্ছে যুক্তরাজ্য। যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, কিছুক্ষণ আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সেখানে আমি রোহিঙ্গা প্রসঙ্গ তুলেছি। মন্ত্রী আরও বলেন, আমি বলেছি বিভিন্ন তথ্যমতে জানা যাচ্ছে যে, গত পাঁচ বছরে মিয়ানমারে আপনারা যথেষ্ট বিনিয়োগ করেছেন। যদিও আপনারা কোনো কোনো জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন, কিন্তু মিয়ানমারে বিনিয়োগ অনেকগুণ বেড়েছে। যুক্তরাজ্য হচ্ছে মানবাধিকারের নেতা। কিন্তু তারপরও মিয়ানমারে তারা বিনিয়োগ করছে, এটি গ্রহণযোগ্য নয়।

রাখাইনে সংঘাত চলছে এবং বাংলাদেশে গুলি এসে পড়ছে জানিয়ে তিনি বলেন, চীনের কাছ থেকে সহযোগিতা চেয়েছি। তারা বলেছে তারা জানাবে এবং আমাদের বিশ্বাস তারা জানিয়েছে। তবে অনেক কিছু মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সে জন্য জানালেই যে তারা সবকিছু ঠিক করে ফেলতে পারবে, বিষয়টি সে রকম নয়। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আগামী ১৫ অক্টোবর ঢাকা আসছেন। রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি ঢাকা সফরে আসছেন। ঢাকা-ব্রুনাই ফ্লাইট চালু হওয়ার বিষয়ে কেবিনেটের অনুমোদন পাওয়া গেছে।

সর্বশেষ খবর