মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
ইসির বৈঠকে ডিসি-এসপিদের হইচই

বিব্রত ইসি রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

গত শনিবার জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন আয়োজিত সব ডিসি ও এসপিদের বৈঠকে একজন নির্বাচন কমিশনের বক্তব্যের জের ধরে ব্যাপক হইচই হট্টগোল হয়েছে। এ ঘটনায় বিব্রত হয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ডিসি-এসপিদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই। গতকাল ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তারা সাংবাদিকদের এসব কথা বলেন।

বিব্রত ইসি রাশেদা সুলতানা : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ইসি আনিছুর রহমানের কথার প্রক্ষেপণটা ওনাদের ভালো লাগে নাই, তবে কথাগুলো সত্য এবং অমূলক নয়।’ বলেন, ‘হইচই করাটা তাদের ঠিক হয় নাই, এটা সত্য কথা। এ পরিবেশ তৈরি হওয়াটা কোনোভাবেই ঠিক হয় নাই। সাময়িকভাবে বলব, মনে একটু খারাপ লাগছে। বিব্রত তো বটেই, কারণ ওরকম একটা ঘটনা কে চায়? মাথার মধ্যেই তো আনতে পারি নাই। ওরকম একটা পরিস্থিতি তৈরি হবে। যেটা গেছে গেছে, ওটা নিয়ে আমরা এত বিচলিত না। বিচলিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।’ ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো বিতণ্ডা হয়নি জানিয়ে রাশেদা সুলতানা বলেন, এটা নিয়ে গোটা দেশে মাতামাতি। সবাই এটা নিয়ে সোচ্চার। তিনি বলেন, যে প্রসঙ্গ নিয়ে হঠাৎ উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হলো, প্রসঙ্গগুলো খুব যে মিথ্যে তা কিন্তু না। প্রসঙ্গগুলো যে আমাদের সমাজে নাই, তা কিন্তু না। প্রসঙ্গগুলো সত্য। হয়তো বলার ধরনটা ওনারা নিতে পারেন নাই। একটা বিচ্ছিন্ন বিষয় নিয়ে রিঅ্যাক্ট করার মানে এই না যে ওনারা সার্বিক দায়িত্ব থেকে সরে যাবেন। ওনারা বলেছেন, ইসি যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে কাজ করবেন। তারা আমাদের সহযোগিতা করবেন না এটা আমি বিশ্বাস করি না।

সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই : ভোটের মাঠে দায়িত্ব পালন করা মাঠ প্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘সবাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের দায়িত্বে আছি। সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই। এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই।’ এ বিষয়ে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কি না জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘ওই বিষয়ে পাস্ট অ্যান্ড ক্লোজড।’

আরেক প্রশ্নে তিনি বলেন, ‘এটা স্যাটেলড জিনিস, শেষ হয়ে গেছে। সাকসেসফুলি আমাদের আলোচনা শেষ হয়েছে। ওনারা বলেছে, তারা এটা করবেন। আমাদের আলোচনা তারা মন দিয়ে শুনেছেন। ‘ওনারা (ডিসি-এসপি) যেসব সমস্যার কথা বলেছেন, আমারাও বলেছি আমরা আমাদের সীমিত সক্ষমতার মধ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব।’ আলমগীর বলেন, ‘আমাদের এখানে এটা একটা টিমওয়ার্ক। টিমের নানা রকম সদস্যরা থাকেন। দ্বিমত থাকে। তারপর বিতর্ক হয়। আলোচনা হয়।’ এক প্রশ্নে তিনি বলেন, ‘এখানে সবাই আমরা দায়িত্ব পালন করতে এসেছি। যিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন, তাকে বাদ দেওয়া হবে; আমি হই আর যেই হোক। কারণ, প্রতিষ্ঠান তো থাকবে। লোক চেঞ্জ হতে পারে, প্রতিষ্ঠান তো চেঞ্জ হবে না। ‘কমিশনে আমি যদি আমার রোল প্লে না করতে পারি আমি তো থাকব না। আমার পরিবর্তে আরেকজন আসবে।’

সর্বশেষ খবর