সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাকিবদের গুছিয়ে নেওয়ার ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

শুরু হয়ে গেছে টি-২০ বিশ্বকাপ। গতকাল ২০ ওভারের বিশ্বকাপ শুরুর ম্যাচেই অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া। বাছাইপর্ব বা প্রথম রাউন্ডের ম্যাচে আফ্রিকান দেশটি ৫৫ রানে হারিয়েছে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। সুপার টুয়েলভে জায়গা করে নিতে ৮টি দল অংশ নিচ্ছে প্রথম রাউন্ডে। দলগুলো যখন প্রথম রাউন্ডে খেলছে, তখন বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে সুপার টুয়েলভে খেলার। নিউজিল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট খেলে সাকিব বাহিনী এখন ব্রিসবেনের  সবুজ ঘাসের উইকেটে প্রস্তুতি নিচ্ছে। ২৪ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ হোবার্টে। প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে আসা দল। সুপার টুয়েলভে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী। আজ ব্রিজবেনের স্যার অ্যালান বোর্ডার মাঠে মোহাম্মদ নবীর আফগানিস্তানের বিপক্ষে খেলবে। ১৯ অক্টোবর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আজ অবশ্য আরও তিনটি প্রস্তুতি ম্যাচ আছে। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ। সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ২৪ অক্টোবর হোবার্ট, ২৭ অক্টোবর সিডনি, ৩০ অক্টোবর ব্রিজবেন, ২ ও ৬ নভেম্বর অ্যাডিলেডে যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ব্রিজবেনের সবুজ ঘাসের উইকেটের সুইং, বাউন্স ও গতির সঙ্গে মানিয়ে নিতে গতকাল প্রথমবার অনুশীলন করেছে সাকিব বাহিনী। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ও ব্যাটিং কোচ জেমি সিডন্স পুরোটা সময় ব্যয় করেছেন ব্যাটারদের নিয়ে। ২০ ওভারের বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে টাইগাররা ওপেনিং জুটি নিয়েই কাজ করছে। তিন জাতির টুর্নামেন্টের ৪ ম্যাচে চারটি ওপেনিং জুটি খেলিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচের পর টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নিয়েছেন বাঁ হাতি ড্যাসিং ব্যাটার সৌম্য সরকারকে। লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্তের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সৌম্য। ওপেনিং জুটি ছাড়া সাকিব বাহিনীর মিডল অর্ডার মূলত ঠিকই আছে। পেস বোলিং বিভাগে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় নিয়েছে বাঁ হাতি পেসার শরিফুল ইসলামকে। আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ খেলানো হবে আজ, এই দলই সুপার টুয়েলভে খেলবে। তাই রশিদ খান, ফারুক, মোহাম্মদ নবীদের বিপক্ষে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।

 

সর্বশেষ খবর