মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ছোটরা কাঁপাচ্ছে বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ছোটরা কাঁপাচ্ছে বিশ্বকাপ

অঘটন দিয়ে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। প্রথম দিন এশিয়ান চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে চমক উপহার দেয় নামিবিয়া। গতকাল হোবার্টে দুবারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি আইসিসি সহযোগী দেশ স্কটল্যান্ড। ৪২ রানে হারিয়ে সুপার টুয়েলভের পথ  মসৃণ করেছে স্কটিশরা। টি-২০ বিশ্বকাপের গত আসরে বাংলাদেশকে হারিয়েছিল স্কটল্যান্ড। প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটিশ ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই পাত্তা দেয়নি ক্যারিবীয়দের। দুই দল এই প্রথম টি-২০ ক্রিকেটে পরস্পরের মুখোমুখি হয়েছে। তাতে শেষ হাসি হেসেছে ইউরোপিয়ান দেশটি। বিশ্বকাপের আরেক ম্যাচে সিকান্দার রাজার অলরাউন্ডিং পারফরম্যান্সে জিম্বাবুয়ে ৩১ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

হোবার্টে টস হেরে ব্যাটিং করে স্কটল্যান্ড। দুই ওপেনার জর্জ মুনসি ও মাইকেল জোন্সের ৫৫ রানের জুটি দলকে শক্ত ভিত দেয়। পাওয়ার প্লে’র ৬ ওভারে স্কটিশদের সংগ্রহ ছিল ৫৪ রান। জোন্স ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফেরেন ১৭ বলে ৩ চারে। ম্যাচসেরা মুনসি ৬৬ রানের ইনিংস খেলেন ৫৩ বলে ৯ চারে। অধিনায়ক রিচি ব্যারিংটন ১৪ বলে ১৬ রান করেন ১ ছক্কায়। কলাম ম্যাকলড ১৪ বলে ২৩ রান করেন ৪ চারে। শেষ দিকে ক্রিস গিভস ১১ বলে ১৬ রানে অপরাজিত ইনিংস খেললে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান। ক্যারিবীয়দের পক্ষে ২টি করে উইকেট নেন আলঝারি জোশেফ ও জেসন হোল্ডার। ১৬১ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ থমকে যায় ১৮.৩ ওভারে ১১৮ রানে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গুটিয়ে দেয় স্কটিশ স্পিনারদের ঘূর্ণিতে। বিশেষ করে বাঁ হাতি স্পিনার মার্ক ওয়াট দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারের স্পেলে ১২ রানের খরচে নেন ৩ উইকেট। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন হোল্ডার। ক্যারিবীয় দলনায়ক কেভিন পুরান ভুলে যেতে চান স্কটল্যান্ডের কাছে হার, ‘কখনো হারলে বা খেলোয়াড় হিসেবে খারাপ খেলার পর আপনি দ্রুত পরের ম্যাচ খেলতে চাইবেন। আমাদের সামনে এখন কঠিন পরিস্থিতি। পরের দুটি ম্যাচই জিততে হবে। এখান থেকে নিজেদের শুধরে সামনে এগোতে হবে।’ সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়কে ‘স্পেশাল’ বলেন স্কটিশ অধিনায়ক রিচার্ড ব্যারিংটন বলেন, ‘অবশ্যই এই জয় আমাদের জন্য বিশেষ কিছু। এর পেছনে আছে অনেক পরিশ্রম। এই জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।’ দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে রাজার ৪৮ বলে ৮২ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৭৪ রান। ম্যাচসেরা রাজার ইনিংসে ছিল ৫টি করে চার ও ছক্কা। ১৭৫ রানের টার্গেটে জিম্বাবুয়ের ২০ ওভারে সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৪৩ রান।

ব্যাটিংয়ে চরম ব্যর্থতা

সর্বশেষ খবর