মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ব্রুনাই সুলতানের ঢাকা ত্যাগ

কূটনৈতিক প্রতিবেদক

ব্রুনাই সুলতানের ঢাকা ত্যাগ

বিমানবন্দরে গতকাল ব্রুনাইয়ের সুলতান -পিআইডি

তিন দিনের সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইটে গতকাল ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। সুলতানকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা   রহমান সুমনা, ঢাকায় নিযুক্ত ব্রুনাই হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত শনিবার ঢাকা এসেছিলেন ব্রুনাইয়ের সুলতান। সুলতানের ঢাকা সফরে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলে একটি চুক্তি সই হয়েছে। এ ছাড়া এলএনজি আমদানি, জনশক্তি রপ্তানি ও দুই দেশের নাবিকদের সনদ দেওয়া সংক্রান্ত বিষয়ে তিনটি সমঝোতা সই হয়েছে। সফরে তিনি জাতীয় স্মৃতি সৌধে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

সর্বশেষ খবর