মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অপরাজনীতি রুখে দাঁড়ান

নিজস্ব প্রতিবেদক

অপরাজনীতি রুখে দাঁড়ান

বাঙালির সংস্কৃতির বিপরীতে ধর্মকে দাঁড় করানোর অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি বলেন, ইসলাম ধর্মকে যারা দেশের স্বাধীনতার বিপরীতে দাঁড় করিয়েছিল, তারাই এখন বাঙালির দেশজ সংস্কৃতির বিরুদ্ধে একে দাঁড় করিয়ে রাজনীতি করছে। গতকাল লালন সাঁইজির জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দিনটি জাসদ দলীয়ভাবে দেশব্যাপী লালন দিবস হিসেবে উদযাপন করেছে। এ উপলক্ষে জাসদের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় লালনগীতি পরিবেশন, আলোচনা সভা, বাউল সমাবেশ, র‌্যালি, পদযাত্রা অনুষ্ঠিত হয়। ইনু বলেন, লালন সাঁইজিসহ দেশের বাউল, বৈষ্ণব, সুফি, সাধকরা সব ধরনের বৈষম্য ও অশান্তির বিরুদ্ধে সাম্য ও মানবতার বাণী প্রচার করেছেন। তারা শান্তির দূত ছিলেন। জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, শোষণমুক্তির সংগ্রামে লালনের দার্শনিক চিন্তা বাঙালি ও বিশ্বমানবের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর