মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দফায় দফায় ড্রোন হামলা রাশিয়ার

পাল্টা আক্রমণ ইউক্রেনের

প্রতিদিন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ তিনটি অঞ্চলে গতকাল সকালে কয়েক দফা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে ইরানি ড্রোন হামলায় রাজধানী কিয়েভ ঘন ঘন কেঁপে ওঠে। একই সঙ্গে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা নগরী। হামলায় শত শত স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র : রয়টার্স, এএফপি, সিএনএন, বিবিসি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো এক টেলিগ্রামে বলেন, শেভচেনকিভস্কি এলাকায় সকালে দফায় দফায় ড্রোন হামলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। আরেকজন ধ্বংসস্তূপের নিচেই আটকে পড়ে আছেন। তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এলাকাটি বিস্ফোরণে কেঁপে ওঠে। এসব বিস্ফোরণে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়। এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমহাল জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের তিনটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। অঞ্চল তিনটি হলো- কিয়েভ, দিনিপ্রোপেট্রোভস্ক ও সুমি। এর মধ্যে কিয়েভে পাঁচটি হামলা চালানো হয়েছে। এতে শত শত শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণমাধ্যম কর্মীদের বিবরণ অনুযায়ী, রাজধানী কিয়েভে ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চারবার বড় ধরনের হামলা হয়। ড্রোন হামলার সময় বিস্ফোরণে কেঁপে উঠে কিয়েভ। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রাণ বাঁচাতে ভবনের আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন অনেকে। বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। একাধিক বিস্ফোরণের পর সেনা ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। কিয়েভের সামরিক প্রশাসন বিবৃতিতে জানিয়েছে, হামলায় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা সম্পর্কে স্পষ্ট তথ্য হওয়া যায়নি। এদিকে ইউক্রেনজুড়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়তে থাকায় পশ্চিমা দেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে কিয়েভ।

সর্বশেষ খবর