মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ব্যাটিংয়ে চরম ব্যর্থতা

আফগানিস্তানের সঙ্গেও হার

ক্রীড়া প্রতিবেদক

গত এক মাস ধরে ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের মুখে একটা কথাই উচ্চারিত হচ্ছিল বারবার- ম্যাচের ফলাফল গুরুত্ব নয়, খোলস ভেঙে মেজাজি ক্রিকেট খেলাই মূল উদ্দেশ্য। ক্রিকেটাররা যেন টি-২০ ক্রিকেটের মানানসই ক্রিকেট  খেলেন, সেজন্য টিম কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ও ব্যাটিং কোচ জেমি সিডন্স টাইগার ব্যাটারদের নানানভাবে স্ট্রোক খেলানোর চেষ্টা করছেন। কিন্তু তাদের এই কষ্ট কোনো কাজেই আসছে না। টি-২০ এশিয়া কাপের গ্রুপপর্ব টপকাতে পারেনি সাকিব বাহিনী। টি-২০ বিশ্বকাপ খেলতে সাকিব বাহিনী এখন ব্রিজবেনে। গতকাল মোহাম্মদ নবীর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছে ৬২ রানে। আফগান বোলিংয়ের বিপক্ষে বিন্দুমাত্র লড়াই করতে দেখা যায়নি সাকিব বাহিনীকে। আফগানিস্তানের ১৬০ রান তাড়ায় থেমে গেছে ৯৮ রানে। চরমভাবে ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই ভেন্যু স্যার অ্যালান বোর্ডার ক্রিকেট মাঠে। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ হোবার্টে ২৪ অক্টোবর। ম্যাচে আফগানরা খেলায়নি বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানকে। তারপরও আফগান বোলারদের বিপক্ষে নাভিশ্বাস উঠেছে সাকিবদের। পায়ে হালকা ব্যথা থাকায় খেলেননি ছন্দে থাকা লিটন দাস। ওপেন করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। নাজমুল ৯ বলে ২ চারে ১২ রান করেন। মিরাজ ১৬ রান করেন ৩১ বলে মাত্র ১ চারে। মিডল অর্ডারে সৌম্য সরকার ১, সাকিব ১, আফিফ হোসেন ও ইয়াসির আলি শূন্য রান করেন। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ২৯ রান করেন ৩৩ বলে ২ চার ও ২ ছক্কায়। নুরুল হাসান সোহান ১৩ রান করেন। আফগানদের পক্ষে বাঁ হাতি সুইং বোলার ফজল ফারুকি ৪২ রানের খরচে নেন ৩ উইকেট। মুজিব ৩ ওভারে রান দেন মাত্র ৫। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান করে। ১৮ ওভার পর্যন্ত চেপে ধরে রেখেছিল আফগানদের। কিন্তু শেষ ২ ওভারে নবীর আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ রান যোগ করে আফগানিস্তান। নবী ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৭ বলে ১ চার ও ৫ ছক্কায়। দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ভালো বোলিং করেন। হাসান ৪ ওভারে ২৪ রানের খরচে ২ উইকেট এবং তাসকিন ৪ ওভারে ৩০ রানের খরচে নেন ৩ উইকেট। মুস্তাফিজ উইকেট না পেলেও ৪ ওভারে রান দেন ৩০। তবে খরুচে বোলিং করেছেন সাকিব। ৪ ওভারে ২ উইকেট নিয়েছেন ৪৬ রানের খরচে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর