মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
বিশ্বব্যাংক আইএমএফ সভা

বিশ্বমন্দার শঙ্কা মানবিক হওয়ার আহ্বান

প্রতিদিন ডেস্ক

বৈশ্বিক মন্দার আশঙ্কায় শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা। চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মনে করেন, মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেই দুর্ভিক্ষ এড়ানো সম্ভব। সূত্র : রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হয়ে সাত দিনব্যাপী এ সভা শেষ হয়েছে গতকাল। বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলন জুড়েই আলোচনার বিষয় ছিল বিশ্বমন্দা ও খাদ্য ঘাটতির শঙ্কা। বিশ্বমন্দা আর দুর্ভিক্ষ ঠেকাতে সহযোগী দেশগুলোর জন্য ১৭০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক; যার মধ্যে ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হবে খাদ্য উৎপাদন বাড়াতে।

বিশ্বব্যাংক-প্রধান ডেভিড ম্যালপাস মনে করেন, আসছে বছরের সংকট এড়াতে চাইলে সবাইকে মানবিক হতে হবে। মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেই দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হবে বলে মনে করেন তিনি। ১৮৮ দেশের প্রতিনিধির অংশগ্রহণে বিশ্ব অর্থনীতির সংকট ও সমাধানের নানা বিষয় আলোচনার মধ্য দিয়ে শেষ হলো বৈশ্বিক সম্মেলন।

 

সর্বশেষ খবর