বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
২৯ সরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা নিয়ে সম্পাদক পরিষদ

স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ

নিজস্ব প্রতিবেদক

সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করায় সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার বিঘিœত হয়েছে বলে মনে করে সম্পাদক পরিষদ। কারণ, ২৯টি প্রতিষ্ঠান জনস্বার্থ সংশ্লিষ্ট। গতকাল সম্পাদক পরিষদের এক বৈঠক শেষে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রজ্ঞাপন জারির কারণে জনসেবা ও পরিষেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যপ্রাপ্তির কোনো সুযোগ থাকবে না, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। একই সঙ্গে এই প্রজ্ঞাপন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিহীনতাকে উৎসাহিত করবে। তথ্য অধিকার আইন অনুযায়ী বর্তমান সময়ে তথ্য পাওয়ার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হলেও ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে জারিকৃত এই প্রজ্ঞাপনের বিশদ স্পষ্টিকরণের প্রয়োজন রয়েছে। সম্প্রতি সাইবার আক্রমণ থেকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ২৯টি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করেছে সরকার। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, সেতু বিভাগ, পাসপোর্ট অধিদফতর, জাতীয় ডেটা সেন্টার ও কম্পিউটার কাউন্সিল, এনআইডি অনুবিভাগ ও নির্বাচন কমিশন, বাংলাদেশ বিমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস গ্যাস, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশ করলে আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে সাত বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশ করে ক্ষতিসাধন বা ক্ষতির চেষ্টা করলে ১৪ বছর কারাদন্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদন্ড অথবা উভয়দন্ডের বিধান রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে জারিকৃত প্রজ্ঞাপন স্বাধীন সাংবাদিকতার জন্য নতুন চাপ ও প্রতিবন্ধকতা তৈরি করছে। এর পরিপ্রেক্ষিতে জারিকৃত প্রজ্ঞাপনটির অস্পষ্টতা দূর করে স্পষ্টিকরণের জন্য সম্পাদক পরিষদ জোর দাবি জানাচ্ছে। গতকাল সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ সম্পাদক নুরুল কবির, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন এবং সংবাদ-এর নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম। সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

সর্বশেষ খবর