বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গণহত্যার স্বীকৃতির চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক

গণহত্যার স্বীকৃতির চেষ্টা চলছে

দেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলাম ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। সংগঠনের সভাপতি ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাস, অধ্যাপক রশিদ আসকারী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক বাংলা ও নিউজ বাংলার পরিচালক আজিজুর রহমান প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১২ সালে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলাম। এটা দেখে সেই একই সময়ে আলবেনিয়াসহ আরও অনেক রাষ্ট্র তাদের দেশের গণহত্যার বিষয়ে স্বীকৃতি পেতে প্রস্তাব দিয়েছিল। জাতিসংঘ সেখানে কৌশলে ৯ ডিসেম্বরকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। এবার সুযোগ এসেছে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার।

আমেরিকার দুজন সিনেটর ইতোমধ্যে প্রস্তাব এনেছেন। তাদের তথ্য সরবরাহ করে সহযোগিতা করতে হবে। এ জন্য গণহত্যা জাদুঘর, গবেষকদের তথ্য দিতে হবে। দুঃখের বিষয় হলো, আমাদের হাতে কোনো রেডিমেট তথ্য নেই। আমরা কী নিয়ে তথ্য দেব। আবার তথ্য ভুল হলে আমাদের ইমেজ সংকটে পড়তে হবে। কোনো মন্ত্রণালয় কাজ করেনি, আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি।’

আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী চান কারও সঙ্গে শত্রুতা না করে সবার সঙ্গে বন্ধুত্ব করতে। বঙ্গবন্ধুরও এই নীতি ছিল। যখন ইস্টার্ন ও সোভিয়েত ব্লক আমাদের চাইছিল, বঙ্গবন্ধু কারও পক্ষ না নিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক করেন। এটা ছিল অর্থনৈতিক মুক্তির জন্য। প্রধানমন্ত্রীও তা-ই করছেন।’

 

সর্বশেষ খবর