বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জামায়াত এখন ‘বিডিপি’ হওয়ার চেষ্টা করছে

নিবন্ধনের জন্য আবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক

নতুন নামে নিবন্ধনের জন্য আবেদন করেছে, স্বাধীনতাবিরোধী নামে পরিচিত দল জামায়াতে ইসলামী। এ রকম একটি গুজব চলছে রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল নির্বাচন কমিশনে গতকাল নিবন্ধিত হওয়ার জন্য আবেদন দাখিলের পর এই গুঞ্জন শুরু হয়।  সূত্র জানিয়েছে, নতুন এই দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজামুল হক জামায়াতের সদস্য।

আনোয়ারুল ইসলাম অবশ্য নিজেকে বিএনপির সৌদি শাখার নেতা বলেও পরিচয় দেন। বিডিপির জেনারেল সেক্রেটারি হিসেবে স্বাক্ষর করেছেন মুহা: নিজামুল হক। যিনি ছাত্রশিবিরের সাবেক বিদেশবিষয়ক সম্পাদক এবং বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য।

নতুন এ দলের নেতারা গতকাল নির্বাচন কমিশনে গিয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন জমা দেন। তারা দলীয় নির্বাচনী প্রতীক হিসেবে চেয়েছেন আনারস। নিবন্ধনের আবেদন জমা দিতে যাওয়া ব্যক্তিরা নিজেদের পরিচয় নিয়ে লুকোচুরি করেন সাংবাদিকদের সঙ্গে। তবে আনোয়ারুল প্রথমে দাবি করেন, তিনি বিডিপির কেউ নয়। ব্যক্তিগত কাজে এসেছেন। পরে আধা ঘণ্টা পর দেখা যায় তিনিই দলটির চেয়ারম্যান হিসেবে আবেদন জমা দেন।

নতুন এই দলের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়। এ সময় ইসিতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, এ সব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। বিডিপির অনেকে জামায়াতে যুক্ত রয়েছেন- এটা ঠিক কি না- প্রশ্নে তিনি বলেন, এটা ভুল। জামায়াত অফিসে আমি যাই না, অনেক বছর। কত বছর যাই না, আমি নিজেও জানি না। যা আছে পরিষ্কার করব। তাহলে জামায়াতের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করছেন কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান বিডিপি চেয়ারম্যান। বঙ্গবন্ধুকে জাতির পিতা ও সংবিধান মানেন কি না- এমন প্রশ্নে আনোয়ার বলেন, ১০০ পারসেন্ট। অবশ্যই আমরা বাংলাদেশের সংবিধান মেনেই রাজনীতিতে এসেছি। সংবিধানের প্রতিটি শব্দকে সম্মান করি এবং লালন করে রাজনীতি করি। সংবিধানের বাইরে কোনো কিছুতেই যেতে রাজি নই। বিডিপি চেয়ারম্যান দাবি করেন, নতুন প্রজন্মের অনেকে রয়েছেন তাদের সঙ্গে। যুদ্ধাপরাধী কেউ আছে কি না- এমন প্রশ্নে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছে তাদের যুদ্ধাপরাধী বানালে বানাতে পারে, আমরা এসব বিষয়ে যাব কেন?

 

নিবন্ধনের সব ধরনের কাগজ জমা দিয়ে নির্বাচন কমিশনের উপসচিব আবদুল হালিম খানের সঙ্গে দেখা করে বিডিপি প্রতিনিধি দল।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে কোণঠাসা হয়ে পড়া জামায়াত থেকে বেরিয়ে কয়েকজন নেতা কয়েক বছর আগে এবি পার্টি নামে দল গঠন করে। আগামী নির্বাচনে অংশ নিতে তারাও কিছু দিন আগে ইসিতে আবেদন করে। এখন নিবন্ধন পেতে আবেদন করল বিডিপি।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাই কোর্ট। এর পাঁচ বছর পর ২০১৮ সালের ২৯ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

শর্ত পূরণ করে ভিন্ন নামে নিবন্ধন পেতে পারে জামায়াত : ইসি মো. আলমগীর

শর্ত পূরণ করে ভিন্ন নামে জামায়াত নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল তিনি বিভিন্ন প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ সব কথা বলেন। ইসি মো. আলমগীর বলেন, জামায়াতের নিবন্ধন আদালতের আদেশে বাতিল করা হয়েছে। এ অবস্থায় কেউ নিবন্ধিত হতে চাইলে তাকে নতুন দল হিসেবে নিবন্ধিত হতে হবে এবং একটি নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যে সব শর্ত পূরণ করা প্রয়োজন, তা পূরণ করলে নিবন্ধন পাবে।

সর্বশেষ খবর