৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহতরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গেটের সামনেই আন্দোলন অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। আন্দোলনকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমাদের দুজন আহত হন।
ছয় দফা দাবি নিয়ে গত রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। গতকাল তারা টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন।
দাবি না মানা হলে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা। পিএসসি ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে- নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করতে হবে, ৪০তম বিসিএস নন-ক্যাডারের পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে দেওয়া হয়েছে- অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে, নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করতে হবে।