প্রথম পর্ব শেষ। নকআউট পর্বও শেষ। এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের। বিশ্বকাপ খেলতে আসা ৩২ দলের মধ্যে টিকে আছে মাত্র ৮ দল। এদের মধ্যে অন্যতম ব্রাজিল ও আর্জেন্টিনা। খেলা বাকি আরও ৮টি। খেলাগুলো দেখার জন্য অধীর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। টিকিট পেতে এদিক-ওদিক ঘুরছেন ফুটবলপ্রেমীরা। এর সুযোগ নিচ্ছেন অনেকেই। চড়া দামে কালোবাজারিতে ১০ গুণ দামে বিক্রয় করছে টিকিট। তারপরও ফুটবলপ্রেমীরা পাগল হয়ে কিনছেন টিকিট। যদিও কাতারে কালোবাজারিতে টিকিটি বেচাকেনা একবারেই নিষিদ্ধ। শুধু কালোবাজির নয় সমকামিতা, মদ নিষিদ্ধ আরব রাষ্ট্রটিতে। কাতারে আইন ভীষণ কড়াকড়ি। তারপরও রাজধানী দোহায় আড়ালে আবডালে নয়, প্রকাশ্যেই বেচাকেনা হচ্ছে টিকিট। যে দলগুলো বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, সেই দলের সমর্থকরা টিকিট বিক্রয় করে দিচ্ছে। যে দলগুলো টিকে আছে, তারা টিকিট কিনছে ১০ গুণ দামে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা টিকিট কিনছেন চড়া দামে। তাদের বিশ্বাস তাদের দল ফাইনাল খেলবে। সূচি অনুযায়ী দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে বেশি চাহিদা এই ম্যাচটির টিকিটের জন্য। তবে ফাইনালের টিকিটও চাইছেন ফুটবলপ্রেমীরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে। অনেকেই বেশি বেশি টিকিট কিনে রেখেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল বেশি দামে টিকিট বিক্রয় করে লাভ করা। সেই সুযোগ কাজে লাগাচ্ছে এখন।