শিরোনাম
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দর্শক সমর্থনে খেলবেন মেসিরা

লুসাইল স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা প্রায় ৯০ হাজার (৮৮ হাজার ৯৬৬)। এই মাঠে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত ১ টায় প্রথম সেমিফাইনালে খেলবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজরা। প্রায় ৩৫-৪০ হাজার আর্জেন্টাইন দর্শক খেলা দেখবেন লুসাইল স্টেডিয়ামে। আর্জেন্টিনার অধিনায়ক মেসি বলছেন, ‘লুসাইলে খেলতে নেমে মনে হবে ঘরের মাঠে খেলছি। এই সুবিধাটুকু আমরা উপভোগ করব।’ নেদাল্যান্ডসের বিপক্ষে জয়ের পর আর্জেন্টাইন সমর্থকদের নাচ, গান দেখে মনে হচ্ছিল বুয়েন্স আয়ার্সে যেন খেলা হয়েছে। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ম্যাচ খেলেছে ৫টি। মেসি বাহিনীর জয় ২টি এবং একটি আবার বিশ্বকাপে। ১৯৯৮ সালে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ক্রোটদের জয় ২টি। একটি আবার ২০১৮ সালের বিশ্বকাপে ৩-০ গোলে।

 

 

সর্বশেষ খবর