মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মডরিচই ভরসা ক্রোয়েশিয়ার

রাশিয়া বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে সেমিফাইনাল খেলেছিল দলটি প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে। রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও ‘গোল্ডেন বল’ জিতেছিলেন লুকা মডরিচ। গত আসরের মতো এবারও বিশ্বকাপে ক্রোট বাহিনীর নেতৃত্বে মডরিচ। ২০০৬ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছেন। এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ২টি। কিন্তু রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ক্রোয়েশিয়ার সাফল্যের মূল ভরসা। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কাতার বিশ্বকাপই শেষ আসর মডরিচের। তাই শেষ বিশ্বকাপটিকে স্মরণীয় করে রাখতে নিজেকে উজার করে দেবেন ক্রোট অধিনায়ক। ডোমিনিক লিভাকোভিচ, পেরিসিচরাও চাইছেন প্রিয় ফুটবলারকে বিশ্বকাপ ট্রফি উপহার দিতে ক্রোয়েশিয়া সুপার সিক্সটিনে টাইব্রেকারে জাপানকে এবং কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছে টাইব্রেকারে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর