মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রংপুরে নির্ভয়ে ভোট দেবেন

-নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে নির্ভয়ে ভোট দেবেন

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। ভোটাররা নির্বিঘ্নে  এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে গোপন কক্ষে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবেন। এর জন্য নির্বাচন কমিশন সব ব্যবস্থা করবে। গতকাল রাত ৯টার দিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  তিনি এ সময় আরও বলেন, আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের নানা সমস্যার কথা শুনেছি এবং বিধি অনুযায়ী সেগুলো সমাধানের চেষ্টা করছি। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের ওপর আস্থার বিষয়ে রাজনৈতিক নেতৃত্বের নিজস্ব দায়িত্ব রয়েছে। নির্বাচন আয়োজনে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে, সমঝোতা করে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ অনুকূল পরিবেশ সৃষ্টি করা। আমরা তাদের সহযোগিতা করব। ইভিএমে রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম নিয়ে অনেক প্রার্থীর শঙ্কা ছিল। আজ আমরা তাদের সঙ্গে কথা বলে সেই শঙ্কা দূর করেছি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন আহমেদ, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাজ পারভীন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ খবর