রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্রোয়েশিয়া তৃতীয়

ক্রীড়া প্রতিবেদক

ক্রোয়েশিয়া তৃতীয়

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে খুব বেশি আগ্রহ থাকে না দলগুলোর। আগ্রহ নেই ফুটবলপ্রেমীদেরও। অথচ ফিফা বিশ্বকাপের প্রথম আসর থেকেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আয়োজন করে চলেছে। মরক্কো এই প্রথম সেমিফাইনাল খেলেছে। এই প্রথম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়ল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবার নিয়ে দ্বিতীয়বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে সেমিফাইনালে উঠেছিল ইউরোপীয় দলটি। সেবার তৃতীয় হয়েছিল নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রানার্স আপ হয় ক্রোটরা। এবারও ফাইনাল খেলার লড়াইয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় ৩-০ গোলে। গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আফ্রিকান প্রতিনিধি মরক্কোর মুখোমুখি হয়। ২-১ গোলে জিতে তৃতীয় হয়েছে। গোল ৩টি প্রথমার্ধেই হয়েছে। ম্যাচের ৭ মিনিটে ক্রোয়েশিয়াকে দারুণ এক গোলে এগিয়ে নেন ভারদিওল। ৯ মিনিটে দুর্দান্ত হেডে সমতা আনেন মরক্কোর দারি। ৪২ মিনিটে ব্যবধান ২-১ করেন ক্রোয়েশিয়ার ওরাসিক। এ ম্যাচ দিয়ে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ বিশ্বকাপে ইতি টানলেন। কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলেছে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর পাড়ের দেশটি। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে সবার ওপরে থেকে সুপার সিক্সটিনে খেলেছে মরক্কো। দুই দলের ম্যাচটি ড্র ছিল। গ্রুপ পর্বে মরক্কো ২-০ গোলে হারিয়েছিল বেলজিয়ামকে। ২-১ গোলে হারিয়েছিল কানাডাকে। সুপার সিক্সটিনে মরক্কো টাইব্রেকারে হারায় ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে। কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। সেমিফাইনালে হেরে যায় ফ্রান্সের কাছে। ক্রোয়েশিয়া গ্রুপ পর্ব থেকে সুপার সিক্সটিনে ওঠে মরক্কোর পেছনে থেকে। সুপার সিক্সটিনে জাপানকে হারায় টাইব্রেকারে। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকেও হারায় টাইব্রেকারে। সেমিফাইনালে হেরে যায় আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর