শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
কেমন আওয়ামী লীগ চাই

যোগ্য ত্যাগী দক্ষ ও পরীক্ষিত নেতৃত্ব চাই

-ড. হারুন-অর-রশিদ

নিজস্ব প্রতিবেদক

যোগ্য ত্যাগী দক্ষ ও পরীক্ষিত নেতৃত্ব চাই

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সভানেত্রীর সব দক্ষতা, যোগ্যতা, বিচক্ষণতা, উদ্যোগ ও সাহস রয়েছে। কিন্তু তাঁর যারা সহযোগী হবেন, তারা যেন তাঁকে সহায়তা করতে পারেন। তাঁর ভিশন ও মিশন বুঝতে পারেন এমন ত্যাগী, দক্ষ ও পরীক্ষিত নেতৃত্ব আসুক। একই সঙ্গে তারা যেন আগামী নির্বাচনে মনোনয়ন পান সেটাই চাই। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কেমন নেতৃত্ব দেখতে চান- এমন প্রশ্নের জবাবে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুধু দলের জন্য, দেশ ও জাতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর প্রতিটি সম্মেলনেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ১৯৫৫ সালের সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে সবার জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। ১৯৬৬ সালের সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির সনদ ‘ছয় দফা’ ঘোষণা করেন। যেটা আমাদের স্বাধীনতার মহাসনদ। সম্মেলনের উদ্বোধনী সংগীত ছিল ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ যা এখন আমাদের জাতীয় সংগীত। ১৯৭০ সালের আওয়ামী লীগের সম্মেলনে অনেকগুলো প্রস্তাবের মধ্যে অন্যতম একটি প্রস্তাব ছিল যমুনা নদীতে টানেল বা সেতু করা। সেটাও বাস্তবায়ন হয়েছে, যেটা এখন বঙ্গবন্ধু বহুমুখী সেতু। এভাবে ক্রমান্বয়ে দেখা যায়, ২০০৮ সালের আগে নির্বাচনে এবং পরে ২০০৯ সালের আওয়ামী লীগের সম্মেলনে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন। সেটা বাস্তবায়ন হয়েছে। বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, এবারের সম্মেলনে সেই নেতৃত্ব প্রত্যাশা করব, যে নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন ধারণ ও বাস্তবায়ন করতে পারবে- সেই ধরনের নেতৃত্ব দেখতে চাই। ২০২৪ সালের জাতীয় নির্বাচন একটি কঠিন নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের কাছে প্রত্যাশা থাকবে, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। অবকাঠামোগত থেকে শুরু করে দেশ উন্নত ও সমৃদ্ধ হয়েছে। এই উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সে জন্য শুধু ২০২৪ সালের নির্বাচনে জয়ী হলেই চলবে না, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে পারবে। শেখ হাসিনার যে উন্নয়ন-অর্জন সেগুলোর ধারাবাহিকতা ধরে রাখার মতো নেতৃত্ব আনতে হবে। অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ত্যাগী ও আদর্শবানদের নেতা বানাতে হবে। প্রয়োজনে দলের ভিতরে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে। বিগত ১৪ বছরে যারা দলের সুনাম নষ্ট করেছেন, স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সেই নেতৃত্বকে বাদ দিতে হবে। কারণ ত্যাগ করার মানসিকতা থাকতে হবে। যা ছিল জাতির পিতার আদর্শ। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার হাতকে যারা আরও শক্তিশালী করতে পারবেন তারাই আসবে আওয়ামী লীগের নেতৃত্বে- এটাই চাওয়া।

সর্বশেষ খবর