রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পুলিশের ওপর হামলায় ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক

পুলিশের ওপর হামলায় ছাড় নয়

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াতে ইসলামী পুলিশের কাছ থেকে গণমিছিলের অনুমতি না নিয়ে মিছিল বের করেছে এবং পুলিশের ওপর হামলা করেছে। তাদের হামলায় সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ আরও পুলিশ সদস্যরা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেব। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে গতকাল বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জামায়াতের হামলায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে এসে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা অতীত ইতিহাস থেকে দেখেছি বগুড়ায় চাঁদে সাঈদীকে দেখা গেছে বলে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, গাইবান্ধায় দেখেছি ফাঁড়িতে আগুন দিয়ে পুলিশ সদস্যকে হত্যা করতে। তারা (জামায়াতে ইসলামী) অতীতে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। এরই ধারাবাহিকতায় আবারও তারা অতীত ইতিহাসের অপকর্মের বহির্প্রকাশ ঘটিয়েছে। ঢাকা মহানগর পুলিশ কঠোর হাতে আইনগত ব্যবস্থা নেবে। জামায়াতের অতীত ইতিহাস ফিরে আসুক এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ডিএমপি কমিশনার বলেন, থার্টিফার্স্ট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। পর্যাপ্ত পোশাকে ও সাদা পোশাকে রাজধানীজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকছে। হাতিরঝিল এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোনো গাড়ি রাফ চালানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত ক্রসিং দিয়ে হেঁটেও প্রবেশ করতে পারবেন তারা।

তিনি বলেন, গুলশান-বনানী-বারিধারা এলাকায় শনিবার রাত ৮টা থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। রাত ৮টার পর থেকে ওই এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

সর্বশেষ খবর