বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, মানুষের দুঃখ কষ্ট লাঘবে রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। প্রচলিত রাজনীতিতে এক দল আরেক দলের কাছে নিরাপদ নয় কিন্তু ইসলামে সবাই নিরাপদ। এ জন্য রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। গতকাল বরিশালের চরমোনাইতে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন। এ সময় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পীর চরমোনাই বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে মানুষ বিশেষ করে মধ্যবিত্তরা কষ্টে আছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। বিদ্যুতের দাম বাড়ানো হলে প্রতিটি পণ্যের দাম আরেক দফা বৃদ্ধি পাবে। তিনি বলেন, সরকারের লোকজন কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। পাচারকৃত টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করলে কোনো কিছুর দাম বাড়ানোর প্রয়োজন হবে না।

সর্বশেষ খবর