রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ক্ষমতায় ভারসাম্য আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতায় ভারসাম্য আনতে হবে

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বাংলাদেশের সব ক্ষমতা একজনের হাতে। একজনের হাতে সব ক্ষমতা থাকলে তিনি স্বৈরাচার হতে বাধ্য। ক্ষমতার ভারসাম্য জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিত। গতকাল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত জাতীয় পার্টির এমপি ও নেতাদের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। চুন্নু বলেন, সংবিধানের ৭০ ধারার কারণে এমপিদের মুখ বন্ধ হয়ে আছে। আবার যিনি ক্ষমতাসীন দলের প্রধান তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগের প্রধান। তিনি আইন সভারও প্রধান। সংবিধানের ৪৮ ধারার কারণে রাষ্ট্রপতি প্রায় সব সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। তাই সাংবিধানিক ভাবেই সব ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত হয়েছে। কর্মশালায় অংশ নেন জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম, রানা মোহাম্মদ সোহেল, নাজমা আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ডানা আই গোল্ড।

সর্বশেষ খবর