শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এককভাবে নির্বাচনে যাবে জাতীয় পার্টি

সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত, জি এম কাদেরের কাছে ক্ষমা চাইলেন রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

এককভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি।

গতকাল জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বেফাঁস মন্তব্যের কারণে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কাছে ক্ষমা চেয়েছেন বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। বৈঠক শেষে জি এম কাদের বলেন, প্রেসিডিয়ামের বৈঠকে আলোচনা করে তাকে মাফ করার বিষয়ে সিদ্ধান্ত জানাব। দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে দলের এমপিদের নিয়ে বৈঠক করেন রওশন এরশাদ। এতে ২৬ জন সংসদ সদস্যের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন। বৈঠকে আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ দলের ঐক্য ধরে রাখার কথা বলেন। তারা বলেন, শীর্ষ নেতৃত্বে কোন্দল থাকলে জাপাকে কোনোভাবেই এগিয়ে নেওয়া যাবে না। জবাবে রওশন এরশাদ বলেন, আমাদের মধ্যে কোনো বিরোধিতা নেই। একসঙ্গে পথ চলছি, চলব। আপনারাও ঐক্যবদ্ধভাবে চলুন। সামনের উপনির্বাচনগুলোতে যেন পার্টির প্রতিনিধিরা বিজয় লাভ করতে পারে সেজন্য কাজ করতে হবে। তিনি বলেন, আমরা সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় যেতে চাই। এ জন্য মিলেমিশে কাজ করতে হবে। সংসদে যখন এই বৈঠক চলছিল ঠিক তখন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলায় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে তা বহাল রাখার খবর আসে। যদি মিলেমিশে দল পরিচালনার সিদ্ধান্ত হয় তবে জি এম কাদেরকে কেন সবকিছু থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে জানতে চাইলে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিষয়টি নিয়ে আমরাও অনেকটা উদ্বিগ্ন। সত্যিকার অর্থে এটি একেবারেই আদালতের এখতিয়ার। আশাকরি আদালতের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান হবে। সংসদীয় দলের সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, মো. মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, সৈয়দ আবু হোসেন বাবলা, নাসরিন জাহান রত্না, পীর ফজলুর রহমান, গোলাম কিবরিয়া টিপু, আহসান আদেলুর রহমান, মো. নূরুল ইসলাম তালুকদার, শামীম হায়দার পাটোয়ারী, মো. রুস্তম আলী ফরাজী, রানা মোহাম্মদ সোহেল, পনির উদ্দিন আহমেদ, রওশন আরা মান্নান, বেগম শেরীফা কাদের, নাজমা আকতার।

সর্বশেষ খবর