বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিএনপির জন্ম জনগণের মাঝে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জন্ম জনগণের মাঝে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বলে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়নি, জনগণের মাঝে জন্ম নিয়েছে। আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে নয়, তারা কেন বার বার গণতন্ত্র হত্যা করে? এই আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক দল বলে জাহির করার চেষ্টা করলেও এরা ক্ষমতায় এসেই গণতন্ত্রকে হত্যা করে।

গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া প্রজন্ম দল আয়োজিত ‘রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহীনুুর মল্লিক জীবনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলের পরিচালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। ড. মঈন খান বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় ৭ কোটি মানুষের মধ্যে কতজন বিরোধিতা করেছিল? সে অজুহাত দিয়ে দেশকে আজ বিভক্ত করা হচ্ছে। এতে আওয়ামী লীগের কি উদ্দেশ্য? বিভক্ত করে রাষ্ট্রকে অস্থির করতে চায়, এই সুযোগে তারা দেশের টাকা লুণ্ঠন করছে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে। বিএনপির এই নেতা বলেন, পাকিস্তান আমলে ছিল ২২ পরিবার। এখন এই আওয়ামী লীগই ২২০ পরিবার সৃষ্টি করেছে। অথচ এরা দীর্ঘসময় ক্ষমতায় থেকেও দেশের মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারেনি। এ ধারা থেকে বের হতে না পারলে এই স্বাধীনতা অর্থহীন। তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়। কিন্তু বিএনপি তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে না। যারা রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে, রাষ্ট্রের অর্থ লুটপাট করছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলে। আর এই অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলার অপরাধেই আমাদের বিরুদ্ধে লক্ষাধিক মামলায় ৩৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর